'গণিত' একটি আকারনিষ্ঠ জ্ঞান। কারণ-
i. এটি বস্তুর সারধর্ম নিয়ে আলোচনা করে
ii. এটি বস্তুর আকার নিয়ে আলোচনা করে
iii. গণিতের মাধ্যমে বস্তুর রূপ প্রমাণ করা যায়
নিচের কোনটি সঠিক?
'সত্য কথা বলা উচিত।' 'উচিত' শব্দটি ব্যবহার হয়-
i. পদার্থবিদ্যায়
ii. নীতিবিদ্যায়
iii. যুক্তিবিদ্যায়
কলা বলতে বোঝায়-
i. শিল্পশৈলী
ii. কলাকুশলী
iii. সৃজনশীলতা
বাস্তবক্ষেত্রে সঠিকভাবে জ্ঞানকে ব্যবহার বা প্রয়োগ করার রীতিনীতি শিক্ষা দেয় কোনটি?
কলার অন্যতম উদাহরণ হলো-
i. পদার্থবিদ্যা
ii. নৌবিদ্যা
iii. চিকিৎসাবিদ্যা
বিজ্ঞান এবং কলার মধ্যে বিদ্যমান পার্থক্য রয়েছে। তাহলো-
i. বিজ্ঞানী হলেন জ্ঞাতা আর কলাবিদ হলেন স্রষ্টা বা নির্মাতা
ii. বিজ্ঞান একটি জ্ঞান অন্যদিকে কলা সে জ্ঞানকে কাজে প্রয়োগ করে
iii. বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তাত্ত্বিক অন্যদিকে কলার দৃষ্টিভঙ্গি ব্যবহারিক
যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। কথাটি বলেছেন-
i. মিল
ii. হোয়েটলি
iii. ডান্স স্কোটাস
যুক্তিবিদ্যা হলো-
i. শীর্ষ আর্ট
ii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. বর্ণনামূলক বিজ্ঞান
যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান'- কে মনে করেন?
"যুক্তিবিদ্যা বিজ্ঞান নয়, যুক্তিবিদ্যা হলো কলা” -উক্তিটি কে করেছেন?
ইংরেজি 'Scope' শব্দের বাংলা পরিভাষা কী?
"চিন্তার বিষয়কে তার আকার বা অবয়ব থেকে আলাদা বা বিচ্ছিন্ন করা যায় না।" -উক্তিটি কে করেছেন?
যথার্থ চিন্তা পরিচালিত হয় চিন্তার কোন উৎস থেকে?
বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা যে চিন্তা পদ্ধতির নীতিমালা আবিষ্কার করে-
i. অনুমানমূলক
ii. যুক্তিমূলক
iii. প্রয়োগমূলক
বৈধ ন্যায়চিন্তার মূল কী?
চিন্তার মাধ্যমে আমরা যে জ্ঞান আহরণ করি, সেই জ্ঞান কতো প্রকার?
অতএব, আজ বৃষ্টি হবে। এ যুক্তিবাক্যটি-
i. প্রত্যক্ষ জ্ঞান
ii. পরোক্ষ জ্ঞান
iii. অনুমান
যুক্তিবিদ্যার বৈধ যুক্তি পদ্ধতি সম্পর্কে আলোচনা করে-
i. অবধারণ
ii. যৌক্তিক সংজ্ঞা
iii. সার্বিক ধারণা
যুক্তিবিদ্যার পরিসর বলতে বোঝায়-
i. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তুকে
ii. যুক্তিবিদ্যার পরিধিকে
iii. যুক্তিবিদ্যার সংজ্ঞাকে
যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান; এ আদর্শের ভিত্তি কী?