জটিল ঘটনার সম্ভাবনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
মানুষের জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে যেভাবে-
i. প্রচেষ্টার মাধ্যমে
ii. চর্চার মাধ্যমে
iii. অনুসরণ করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
সম্ভাবনা তত্ত্বের প্রথম সূত্রপাত হয়েছিল যেভাবে-
i. পত্র যোগাযোগের মাধ্যমে
ii. আলাপ আলোচনার মাধ্যমে
iii. গবেষণার মাধ্যমে
মানুষের মন জ্ঞান পিপাসু বলে মানুষ যা চায়-
i. নতুন নতুন তথ্য জানতে
ii. নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে
iii. নতুন নতুন তথ্য সম্পর্কে জ্ঞানার্জন করতে
সম্ভাব্যতার প্রকৃতি সম্পর্কে যারা বিজ্ঞানসম্মত মতবাদ প্রদান করেছেন, তারা হলেন-
i. আইনস্টাইন
ii. কার্ল মার্কস
iii. ডারউইন
সম্ভাব্যতার প্রকৃতিতে প্রকাশ করা যায়-
i. ভগ্নাংশের আকারে
ii. অনুপাতের মাধ্যমে
iii. যোগের মাধ্যমে
যে ঘটনা ১০০ বারের মধ্যে ১০০ বারই ঘটার সম্ভাবনা থাকে, তাকে বলে-
i. নিশ্চিত ঘটনা
ii. অনিশ্চিত ঘটনা
iii. সম্ভাব্য ঘটনা
সম্ভাব্যতা তত্ত্বের দুটি রূপ হলো-
i. আরোহ
ii. পূর্বতঃসিদ্ধ
iii. আপেক্ষিক
সম্ভাব্যতার প্রকৃতিবিষয়ক পূর্বতঃসিদ্ধের প্রবক্তা হলো-
i. ল্যাপ্লাস
ii. দ্যা মরগান
iii. কেইনস
সম্ভাব্যতার পূর্বতঃসিদ্ধ বা গাণিতিক তত্ত্ব অনুযায়ী সম্ভাব্যতা হলো-
i. আংশিক জ্ঞান
ii. আংশিক অজ্ঞতা
iii. আংশিক পর্যবেক্ষণ
জেভন্সের আত্মগত ধারণার সমর্থন পাওয়া যায় যেসব যুক্তিবিদের বক্তব্যে-
ii. কিনস
iii. মরগান
যুক্তিবিদ্যায় আকস্মিকতা কথাটি ব্যবহৃত হয়-
i. ব্যাপক অর্থে
ii. নিশ্চিত অর্থে
iii. সংকীর্ণ অথে
আকস্মিকতার সৃষ্টি হয়-
i. কোনো একটি ঘটনার আলোকে
ii. একাধিক ঘটনার আলোকে
iii. এক বা একাধিক ঘটনার আলোকে
মিল এর মতে আকস্মিকতায়-
i. দুই বা ততোধিক ঘটনার-সংমিশ্রণ থাকবে
ii. সম্ভাবনার ভিত্তি হবে বিশ্বাস
iii. কার্যকারণ সম্পর্কের অনুপস্থিতি
অপনয়ন শব্দের অর্থ-
i. বাদ দেওয়া
ii. অপসারণ করা
iii. বাতিল করা
আকস্মিকতার অপনয়ন সম্পকে মত প্রদান করেন যে সকল যুক্তিবিদ-
i. বেইন
ii. মিল
iii. জয়েস
আকস্মিকতা অপনয়নের একটি Theory প্রদান করেন-
যে দুটি পদ্ধতি পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত-
i. আকস্মিকতা
ii. সম্ভাব্যতা
iii. আরোহ
আরোহ যুক্তিপদ্ধতির সিদ্ধান্তের পূর্ণতা অর্জনে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে যেটি-
ii. অবরোহ
iii. সম্ভাব্যতা
আরোহ অনুমানে সম্ভাবনার গুরুত্ব মূল্যায়ন করেন যে দার্শনিকগণ-
i. জেভন্স
iii. কার্ডেথ রিড