আবর্তিত-প্রতিবর্তন একটি যৌগিক প্রক্রিয়া। কারণ-
i. এখানে প্রতিবর্তন ও আবর্তনের মাধ্যমে সিদ্ধান্তে পৌছা যায়
ii. এটা মূলত আবর্তন এবং প্রতিবর্তনের একটি যৌথ প্রক্রিয়া
iii. আবর্তন ও প্রতিবর্তনের মতো আবর্তিত প্রতিবর্তনও চারটি
নিচের কোনটি সঠিক?
আবর্তিত প্রতিবর্তনের ক্ষেত্রে-
i. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে
ii. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত উভয় পদই ব্যাপ্য হবে
iii. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ পরস্পর ভিন্ন হবে
I-যুক্তিবাক্যের প্রতি-আবর্তিত সম্ভব নয়। কারণ-
i. I-যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে
ii. I-যুক্তিবাক্যের প্রতিবর্তিত রূপ - যুক্তিবাক্যের আবর্তন হয় না বলে
iii. সম্ভব হলে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘিত হবে
যে অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে বলে-
i. অমাধ্যম অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. পরোক্ষ অনুমান
মাধ্যম অনুমানের অন্যতম বৈশিষ্ট্য-
i. দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকে
ii. প্রধান এবং অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান
iii. সত্য আশ্রয়বাক্য থেকে সত্য সিদ্ধান্ত এবং মিথ্যা আশ্রয়বাক্য থেকে মিথ্যা সিদ্ধান্ত হয়
যুক্তিবিদরা অবরোহ অনুমানের উৎকৃষ্টতর শ্রেণি বলে বিবেচনা করেন-
i. মাধ্যম অনুমানকে
ii. অমাধ্যম অনুমানকে
iii. পরোক্ষ অনুমানকে
মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থাকে-
i. একটি
ii. দুইটি
iii. দুইয়ের বেশি
অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য থাকে-
i. একটি আশ্রয়বাক্য
ii. দুটি আশ্রয়বাক্য
iii. সিদ্ধান্ত