সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটির স্বরূপ কেমন?
যুক্তিবাক্যের ব্যাপ্ত পদের ধারণাকে সহজে মনে রাখার কৌশলের নাম কী?
'এসিবিনপ' নামক সূত্রের আবিষ্কার করেন কে?
সার্বিক সদর্থক যুক্তিবাক্যে-
i. উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়
ii. উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়
iii. বিধেয় পদ অব্যাপ্য হয়
নিচের কোনটি সঠিক?
সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে-
i. বিধেয় পদ ব্যাপ্য হয়
বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে-
ii. বিধেয় পদ ব্যাপ্য হয়
iii. উদ্দেশ্য ব্যাপ্য হয়
'Subject' শব্দের সংক্ষিপ্ত রূপ কোনটি?
'সকল মানুষ হয় সুন্দর'- যুক্তিবাক্যের 'সকল মানুষ' পদটি-
I. ব্যাপ্য
ii. উদ্দেশ্য
iii. বিধেয়
'সকল দার্শনিক হয় জ্ঞানী'- এ যুক্তিবাক্যের 'জ্ঞানী' পদটি-
i. অব্যাপ্য
উপরোক্ত উক্তিটিতে কোন দুটি যুক্তি বাক্য নিহিত রয়েছে?
উদ্দীপকে নিহিত যুক্তিবাক্য দুটির মধ্যে অমিল রয়েছে-
i. পরিমাণ
ii. গুণ
iii. ব্যাপ্যতা
শিউলি 'সার্বিক বাক্য' ও বিশেষ বাক্য' বলতে কোন কোন বাক্যকে নির্দেশ করেছে?
শিউলির বক্তব্য কীভাবে রহিম ও করিমের 'পদের ব্যাপ্যতা' সম্পর্কিত নিরসন করে?
মিতু ও জিতু কোন বিষয়ে আলোচনা করছিল?
যুক্তিবাক্যে সংশ্লিষ্ট বিষয়টির অবস্থান-
i. প্রথমে
ii. মাঝখানে
iii. শেষে
নিচের কোন পদটি ব্যাহতার্থক?
অনুচ্ছেদে পদের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
পদের ঐ বিষয়ের মধ্যে সম্পর্ক হলো-
i. একটি বাড়লে বা কমলে অন্যটি কমে বা বাড়ে
ii. বিপরীতমুখী
iii. কোনো সম্পর্ক নেই
উদ্দীপকে উল্লিখিত বিনু' ও 'পূর্ণ' কোন ধরনের পদ?
উদ্দীপকে ব্যবহৃত 'শপিং মল' ও 'রঙিন পেস্ট্রি' কোন পদের অন্তর্ভুক্ত?
i. বস্তুবাচক পদ
ii. গুণবাচক পদ
iii. জাত্যর্থক পদ