প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য হলো—
i. অসংখ্য ক্রেতা
ii. অসংখ্য বিক্রেতা
iii. দ্রব্যের একক সমজাতীয়
নিচের কোনটি সঠিক?
মনোপলি বাজারের বৈশিষ্ট্য হলো—
i. একজন ক্রেতা ও অনেক বিক্রেতা
ii. অনেক ক্রেতা ও একজন বিক্রেতা
iii. নিকট পরিবর্তক দ্রব্য নেই
বাংলাদেশে আমদানিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে একচেটিয়া বাজার হলো—
i. বাস ও রিকশা
ii. জ্বালানি তেল
iii. ভোজ্য তেল
রিপা ও তার মা যে দোকানে গিয়েছিল সে দ্রব্যের বাজার হলো-
এ বাজারের দ্রব্যসামগ্রী-
i. একই গুণসম্পন্ন
ii. সমজাতীয়
iii. পরিপূরক
উদ্দীপকের বাজারে কেনা-বেচা হয়—
i. সোনা
ii. শেয়ার
iii. গ্যাস
এ বাজারে দ্রব্যসামগ্রী-
জনাব ‘ক’ কোন বাজার থেকে মাছটি কিনেছেন?
মি. ‘ক’ যে বাজারে গিয়েছেন তার বৈশিষ্ট্য হলো—
i. সমজাতীয় পণ্য
ii. অসংখ্য ক্রেতা-বিক্রেতা
iii. উপকরণের পূর্ণ গতিশীলতা
অর্থনীতিতে বাজার বলতে কোনটিকে বোঝায়?
বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত হয় কীভাবে ?
“বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে প্রত্যক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে কেনা বেচা হয়।” – উক্তিটি কার?
“অর্থনীতিবিদগণ বাজার শব্দটি দ্বারা কোনো বিশেষ স্থানকে বোঝায় নি; বরং কোনো সামগ্রী বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজ ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়।” —উক্তিটি কার?
চাহিদা ও যোগান শক্তি কী নির্ধারণ করে?
সর্বপ্রথম কে বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন ?
“দ্রব্যের চাহিদা ও যোগান নির্ধারণের ব্যাপারে চাহিদা ও যোগান উভয়ই সমান গুরুত্বপূর্ণ।”— কে বলেছেন?
যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে তাকে কী বাজার বলে?
যে বাজারে চাহিদার পরিবর্তন হলেও যোগান খানিকটা সারা দিতে সক্ষম হয় তাকে কী বাজার বলে?
স্থানভেদে বাজার কত প্রকার?
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার?