উদ্দীপকটিতে অর্থনীতির কোন ধারণার প্রকাশ পেয়েছে?
মজিদ মিয়ার উদ্যোগটি হলো—
i. ত্যাগের হিসাব-
ii. অর্থহীন হিসাব
iii. আর্থিক হিসাব
নিচের কোনটি সঠিক?
সেলিনা বেগমের জমাকৃত অর্থকে অর্থনীতিতে কী বলে?
সেলিনা বেগম ভবিষ্যতের জন্য অর্থ ব্যাংকে জমা রাখেন-
i. বিনিয়োগ করার জন্য
ii. পরিবারের ভবিষ্যৎ ঝুঁকির জন্য
iii. মুনাফা লাভের জন্য
রফিকের টাকা জমানোকে অর্থনীতিতে কী বলে?
রফিকের এ জমানো টাকা—
i. মূলধন বৃদ্ধি করে
ii. উৎপাদন বৃদ্ধি করে
iii. বিনিয়োগ বৃদ্ধি করে
উদ্দীপকে খাইরুলের বাড়ি ভাড়া বাবদ ব্যয়টি কোন ধরনের ব্যয়?
উদ্দীপকে তাফসিরের কার্যক্রম দ্বারা-
i. অপ্রকাশিত ব্যয় নির্দেশিত হয়
ii. অ-অর্থনৈতিক কার্যাবলি নির্দেশিত হয়
iii. একজন সংগঠকের বৈশিষ্ট্য ফুটে ওঠে
জামান সাহেবের ফ্যাক্টরিতে তুলাকে কোন পর্যায়ের দ্রব্য বলা হয়?
জিডিপিতে বিবেচিত হবে না-
i. তুলার দাম
ii. সুতার দাম
iii. কাপড়ের দাম
মতি মিয়ার বিনিয়োগের পরিমাণ কত?
মতি মিয়ার ব্যবসায় সম্প্রসারণের ফলে -
i. উৎপাদন বাড়বে
ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. খরচ বাড়বে
উপরের চিত্রে CD রেখাটির নাম কী?
উক্ত CD রেখা যা নির্দেশ করে, তা হলো-
i. দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ
ii. সুযোগ ব্যয়
iii. ভোক্তার উপযোগ
অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা রয়েছে যেগুলো বাজারে বেচাকেনা হয় না ৷ সেগুলো কী ধরনের দ্রব্য?
আয় ও ভোগের মধ্যে পার্থক্যকে কী বলে?
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
‘সূর্যের আলো' অর্থনৈতিক সম্পদ নয়- সম্পদের কোন বৈশিষ্ট্যটি এখানে অনুপস্থিত?
বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
বাংলাদেশের কোথায় চীনামাটি পাওয়া যায়?