শ্রমবাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ হলো-
i. বহির্গমন প্রক্রিয়া আধুনিকায়ন
ii. প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন
iii. হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ
নিচের কোনটি সঠিক?
মজুরির হারের সাথে কোনটির সম্পর্ক সমমুখী?
শ্রমের যোগান কয়টি বিষয়ের ওপর নির্ভরশীল?
শ্রমের চাহিদা কিসের ওপর নির্ভর করে?
শ্রমের চাহিদার উৎপত্তি হয় কোথা থেকে?
মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক কীরূপ?
মজুরি কম হলে শ্রমের যোগানে কী ধরনের প্রভাব পড়ে?
শ্রমের যোগান বাড়ানো যায় কীভাবে?
শ্রমের যোগান রেখার আকৃতি কেমন?
কোনটির ওপর শ্রমের যোগান নির্ভর করে?
শ্রমের চাহিদা কোন ধরনের চাহিদা?
যদি DL = 25 - 5w এবং SL = 5 + 5w হয় তবে ভারসাম্য মজুরি কত?
শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত হলে কী হবে?
কোনটির দ্বারা শ্রমের যোগান বাড়ে?
অধিক প্রান্তিক উৎপাদন মূল্যে শ্রমিকের মজুরি কেমন হবে?
আর্থিক মজুরি থেকে কীভাবে প্রকৃত মজুরি পাওয়া যায়?
কোন রেখাকে 'Backward Bending Supply Curve' বলা হয়?
একটি নির্দিষ্ট মজুরিতে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দিতে রাজি থাকে তাকে কী বলে?
যে পারিশ্রমিকে শ্রমিকরা একটি নির্দিষ্ট পরিমাণ শ্রমশক্তি যোগান দিতে রাজি থাকে তাকে কী বলে?
শ্রমিকের কাজ করার ক্ষমতা নির্ভর করে-
1. শ্রমিকের শারীরিক যোগ্যতার ওপর
ii. জলবায়ুর ওপর
iii. জাতিগত গুণের ওপর