মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন হয় তাকে কী বলে?
সময়ের প্রেক্ষিতে কোনটি ক্ষণস্থায়ী?
শ্রমের বৈশিষ্ট্য কোনটি?
মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কীরূপ?
শ্রমের মজুরি অধিক বাড়লে শ্রমিক কী করবে?
রিমা স্বেচ্ছামূলক কাজ করে, নোহা অর্থের জন্য ছবি আঁকে, রিনা মজা করার জন্য খেলা করে এবং রিপা মনের ইচ্ছায় গান গায়। কার কাজটিকে অর্থনীতিতে শ্রম বলে?
মিনহাজ গত মাসে সাত দিন বেকার ছিল বলে শ্রমের সময়টুকু নষ্ট হয়ে যায়। এর কারণ কী?
শ্রম বাজার কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে?
শ্রমের যোগানদাতা কে?
উৎপাদনের গতিশীল উপাদান কোনটি?
কীসের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ?
শ্রমিকের কর্মশক্তি যাতে অক্ষুণ্ণ থাকে সে জন্য কী করতে হবে?
শ্রমিকের বয়স ও কাজের সময় সীমা নির্ধারিত হয় কীসের প্রেক্ষিতে?
শ্রম হলো-
i. জীবন্ত উপকরণ
ii. ক্ষণস্থায়ী
iii. গতিশীল
নিচের কোনটি সঠিক?
অব্যবহৃত শ্রম চিরতরে নষ্ট হয়ে যায়, কারণ-
i. শ্রম ক্ষণস্থায়ী
ii. শ্রম সংরক্ষণ অযোগ্য
iii. শ্রম সক্রিয় উপাদান
শ্রমের বৈশিষ্ট্য হলো-
ii. শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য
শ্রমবাজার প্রধানত কয় প্রকার?
শ্রমের ক্রেতা ও বিক্রেতার বাজারকে কী বলে?
নিচের কোনটির ওপর শ্রমের দক্ষতা নির্ভর করে?
স্থানভিত্তিক শ্রমবাজারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?