স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
কোনটি স্বল্পকালে মোট ব্যয় (TC) এর সূত্র?
স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় চালু তাকে, তাকে কী বলে?
স্বল্পকালীন গড় ব্যয়ের সমষ্টিকে কী বলে?
গড় ব্যয় রেখা (AC) সর্বনিম্ন অবস্থায় কোনটি ঘটে?
যদি TFC = 5, হলে TVC = 10 এবং উৎপাদনের পরিমাণ (Q) = 5 একক হয়, তাহলে TC কত?
যদি উৎপাদন 4, মোট স্থির ব্যয় 5, মোট পরিবর্তনশীল ব্যয় 20 হয় তাহলে AVC কত?
কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে তাকে কী বলে?
মোট স্থির ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
স্বল্পকালীন গড় ব্যয় রেখার দ্বিতীয় অংশকে কী বলে?
মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদন দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
মোট উৎপাদন বেশি বা কম হোক TFC সবসময়-
যন্ত্রপাতি ক্রয় ও বিল্ডিং নির্মাণ খরচ কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?
শ্রমিকদের মজুরি, বেতন ও জ্বালানি কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?
২০টি দ্রব্য উৎপাদন করতে খরচ হয় ২০০ টাকা, অন্যদিকে ২১টি দ্রব্য উৎপাদন করতে খরচ হয় ২২০ টাকা। তাহলে MC কত?
গড় স্থির ব্যয় কখনোই-
i. ধনাত্মক হয় না
ii. শূন্য হয় না
iii. ঋণাত্মক হয় না
নিচের কোনটি সঠিক?
স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আকৃতির হওয়ার কারণ-
i. গড় স্থির ব্যয়
ii. প্রান্তিক ব্যয়
iii. গড় পরিবর্তনশীল ব্যয়
কখন AC = MC হয়?
TFC = 10, TVC = 20 হলে উৎপাদনের পরিমাণ (Q) =10, তাহলে TC কত?
গড় স্থির ব্যয় কমতে থাকলে পরিবর্তনশীল ব্যয় কেমন হয়?