'A' দেশে সুদ, ঘুষ ও মজুতদারির সুযোগ নেই। এ ধারণাটি কোন ধরনের অর্থব্যবস্থার সাদৃশ্যপূর্ণ?
ইসলামি অর্থনীতির ক্ষেত্রে শরিয়তের ভিত্তি হলো-
i. পবিত্র কুরআনের নির্দেশ
ii. রাসুল (স) এর হাদিস
iii. খলিফাদের আদেশ
নিচের কোনটি সঠিক?
ইসলামি অর্থব্যবস্থা গড়ে উঠেছে-
i. কুরআনের ভিত্তিতে
ii. সুন্নাহের ভিত্তিতে
iii. ইজমা ও কিয়াসের ভিত্তিতে
ইসলামি অর্থব্যবস্থায় নিষিদ্ধ-
i. ধনসম্পদ সঞ্চয় ও পুঞ্জীভূত করা
ii. অতিরিক্ত মুনাফা অর্জন
iii. শ্রমিক শোষণ করা
ইসলামি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো-
i. বায়তুলমাল
ii. সুদমুক্ত অর্থনীতি
iii. মানবকল্যাণ
ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটি?
'Mikros' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
কে সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক শব্দ দুটি ব্যবহার করেন?
অর্থনীতির যে শাখায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা করা হয় তাকে কী বলে?
ব্যষ্টিক অর্থনীতিতে কোন ধরনের খাতের আলোচনা হয়?
কোন অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়?
'Principles of Economics' বইটির লেখক কে?
সামষ্টিক অর্থনীতির জনক কে?
কেইনসীয় অর্থশাস্ত্র কোন সময়ের রচনা?
অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে কী বলে?
অর্থনীতির ধারাকে যখন জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন সেটি কান কোন অর্থনীতিকে নির্দেশ করে?
অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে?
'সামষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির এমন শাখা যা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে'- কে বলেছেন?
কার বক্তব্যে সামষ্টিক অর্থনীতির গুরুত্ব দেখালেও একই সঙ্গে তিনি নিতান্ত ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেছেন?
অর্থনৈতিক ধারার জাতীয় পর্যায়ের বিশ্লেষণকে কী বলে?