কোন শিল্পটিকে বর্তমানে সোনালি শিল্প বলা হয়?
পাটশিল্পের গুরুত্ব হলো-
i. পরিবেশ দূষণ থেকে মুক্ত
ii. বৈদেশিক মুদ্রা অর্জন
iii. কর্মসংস্থান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত করা হয়-
i. কাপড়ের কল
ii. হোসিয়ারি কারখানা
iii. সুতা কল
বাংলাদেশের বস্ত্র শিল্প অর্থনীতিতে ভূমিকা রাখছে-
i. কর্মসংস্থান সৃষ্টিতে
ii. শ্রমিক ধর্মঘটে
iii. বাজার সৃষ্টিতে
বর্তমানে বস্ত্রকলগুলোতে প্রধান সমস্যা হলো-
i. দক্ষ পরিচালনা
ii. তুলার অনিয়মিত সরবরাহ
iii. অব্যবস্থাপনা
চামড়া শিল্প হলো-
i. একটি বৃহৎ শিল্প
ii. রপ্তানিমুখী শিল্প
iii. প্রক্রিয়াকরণ শিল্প
চামড়া শিল্প গড়ে ওঠার অনুকূল অর্থনৈতিক কারণ হলো- ।
i. কাঁচামাল প্রাপ্তি
ii. মূলধন প্রাপ্তি
iii. সুলভ শ্রমিক
চামড়া শিল্প উন্নয়নের উপায় হলো-
i. বাণিজ্য মেলায় অংশগ্রহণ
ii. পৃথক ট্যানারি শিল্প নগরী স্থাপন
iii. চোরাচালান রোধ
রপ্তানি বৃদ্ধিতে যে ব্যবস্থা নেওয়া যেতে পারে-
i. রপ্তানি আয়ের উপর কর রেয়াত
ii. রপ্তানি ঋণ বৃদ্ধি
iii. খাদ্যদ্রব্য আমদানি
EPZ-গুলো ভূমিকা রাখে-
i. আর্থ-সামাজিক উন্নয়নে
ii. দারিদ্র্য বিমোচনে
iii. শিল্প খাতের দ্রুত বিকাশে
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের উপায় হলো-
i. সুদের হার বৃদ্ধি
ii. কাঁচামালের উৎপাদন বৃদ্ধি
iii. শ্রমিকদের প্রশিক্ষণ
বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যা হলো-
i. দক্ষ শ্রমিকের অভাব
ii. দেশি-বিদেশি এজেন্ট
iii. উৎপাদন ক্ষমতা কম
হোসিয়ারি শিল্পে তৈরি হয়-
i. জাঙ্গিয়া
ii. পায়জামা
iii. গেঞ্জি
বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্পপ্রতিষ্ঠানকে কী ধরনের শিল্প বলা হয়?
বাংলাদেশে কোন শিল্পের অভাব রয়েছে?
পণ্য আমদানি না করে যদি নিজের দেশে উৎপাদন করতে শিল্প- কারখানা স্থাপন করা হয়, তাকে বলে কোন শিল্প বলে?
বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্পকে কী ধরনের শিল্প বলে?
কোন শিল্পে সংরক্ষণের সুবিধাদির দরকার হয়?
বাংলাদেশে কোন ধরনের শিল্পের উপস্থিতি কম?
আমদানি বিকল্প শিল্পের মাধ্যমー
i. আমদানি হ্রাস পায়
ii. বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে
iii. বেকারত্বের হ্রাস পায়