ব্যবসায়িক লেনদেন ও দেনা-পাওনার নিষ্পত্তি সম্পন্ন হতে পারে-
i. বিহিত মুদ্রা দ্বারা
ii. আমানত দ্বারা
iii. ঋণপত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
ব্যাংকের সাধারণ কার্যাবলি হচ্ছে-
i. আমানত গ্রহণ
ii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
iii. কর্মসংস্থান সৃষ্টি
বাণিজ্যিক ব্যাংকের শ্রেণিভুক্ত-
i. জনতা ব্যাংক
ii. ব্র্যাক ব্যাংক
iii. এবি ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো-
i. ঋণ প্রদান করা
ii. জনগণের সঞ্চয় জমা রাখা
iii. ঋণ নিয়ন্ত্রণ করা
বাণিজ্যিক ব্যাংক ঋণদানের জন্য বন্ধক রাখে-
i. স্থায়ী সম্পদ
ii. দেশি-বিদেশি ঋণপত্র
iii. ধাতব দ্রব্য
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে সম্পাদন করে-
i. নিকাশ ঘর ও অর্থনৈতিক গবেষণার দায়িত্ব
ii. সরকারের পক্ষে অর্থ গ্রহণ ও প্রদানের দায়িত্ব
iii. অর্থনৈতিক সভা-সেমিনার ও গবেষণায় যোগদান
চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে-
i. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়
ii. আর্থিক ঝুঁকি হ্রাস পায়
iii. অর্থ স্থানান্তরকার্য সহজ হয়
বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে-
i. বিল পরিশোধ করে
ii. কর পরিশোধ করে
iii. বিমা প্রিমিয়াম পরিশোধ করে