'অবলেখন' বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস?
কোন ব্যাংক লেনদেন নিষ্পত্তির পদ্ধতি ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
অছি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কোন কাজ করে?
কী হিসেবে বাণিজ্যিক ব্যাংক কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রির দায়িত্ব গ্রহণ করে?
ব্যবসায়িক লেনদেন ও দেনা-পাওনার নিষ্পত্তি সম্পন্ন হতে পারে-
i. বিহিত মুদ্রা দ্বারা
ii. আমানত দ্বারা
iii. ঋণপত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
ব্যাংকের সাধারণ কার্যাবলি হচ্ছে-
i. আমানত গ্রহণ
ii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
iii. কর্মসংস্থান সৃষ্টি
বাণিজ্যিক ব্যাংকের শ্রেণিভুক্ত-
i. জনতা ব্যাংক
ii. ব্র্যাক ব্যাংক
iii. এবি ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো-
i. ঋণ প্রদান করা
ii. জনগণের সঞ্চয় জমা রাখা
iii. ঋণ নিয়ন্ত্রণ করা
বাণিজ্যিক ব্যাংক ঋণদানের জন্য বন্ধক রাখে-
i. স্থায়ী সম্পদ
ii. দেশি-বিদেশি ঋণপত্র
iii. ধাতব দ্রব্য
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে সম্পাদন করে-
i. নিকাশ ঘর ও অর্থনৈতিক গবেষণার দায়িত্ব
ii. সরকারের পক্ষে অর্থ গ্রহণ ও প্রদানের দায়িত্ব
iii. অর্থনৈতিক সভা-সেমিনার ও গবেষণায় যোগদান
চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে-
i. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়
ii. আর্থিক ঝুঁকি হ্রাস পায়
iii. অর্থ স্থানান্তরকার্য সহজ হয়
বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে-
i. বিল পরিশোধ করে
ii. কর পরিশোধ করে
iii. বিমা প্রিমিয়াম পরিশোধ করে
বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়াকে কী বলে?
আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান কোনটি?
ঋণ গ্রহীতার নামে ব্যাংকে যে আমানত হিসাব খোলা হয় তাকে কী বলে?
ব্যাংকে অর্থ জমা দেওয়ার মাধ্যমে কী সৃষ্টি হয়?
'ক' তার বাড়িওয়ালা 'খ'-কে একটি চেক দিল। বাড়িওয়ালা ঐ চেক তার পাওনাদার 'গ' কে দিল। সে চেকটি ভাঙ্গিয়ে নিল। এভাবে মুদ্রার উপযোগিতা বৃদ্ধি পাবে কতগুণ?
ঋণ আমানত সৃষ্টির ফলে কী ঘটে?
ব্যাংক ঋণ সৃষ্ট প্রক্রিয়ার অনুমিতি অনুযায়ী ব্যাংকের বিধিবদ্ধ রিজার্ভের অনুপাত কীরূপ হয়?