সমাজবিজ্ঞানে Strata শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
স্তরবিন্যাসের মাধ্যমে সমাজের কোন চিত্র ফুটে ওঠে?
স্তরবিন্যাস কোন ধরনের বিষয়?
স্তরবিন্যাস মূলত কীরূপ?
'Society and Culture' গ্রন্থটি কার লেখা?
নিচের কোন সমাজটি ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত?
সমাজবিজ্ঞানীদের গবেষণা মতে কোন সমাজটি সবচেয়ে বেশি স্তরায়িত?
কিবুতিজম সমাজটি কোথায় প্রতিষ্ঠিত?
স্তরবিন্যাসের ভিত্তিতে কোন সমাজটি পূর্ণ ক্ষমতার কাছাকাছি?
কুমারখালী গ্রামের কৈবর্ত সম্প্রদায়ের মানুষ স্থানীয় মন্দিরে প্রবেশ করতে পারে না। এই গ্রামে কী বিদ্যমান?
সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণির-অনুধাবন
i. অসম অবস্থানকে বোঝায়
ii. অসম বয়সের পার্থক্যকে বোঝায়
iii. অসম মর্যাদার বিন্যাসকে বোঝায়
নিচের কোনটি সঠিক?
সামাজিক স্তরবিন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. স্তরবিন্যাস সর্বত্রই লক্ষণীয়
ii. স্তরবিন্যাসের বিভিন্ন ধরন ও মাত্রা বিদ্যমান
iii. স্তরবিন্যাস মূলত অর্থনৈতিক
যেসব বিষয়ের তারতম্য হেতু স্তরবিন্যাস একটা সর্বজনীন বিষয় বলে বিবেচিত হয়-
i. ক্ষমতা
ii. আয়
iii. পদমর্যাদা
সহজ কথায় সামাজিক স্তরবিন্যাস বলে আখ্যা দেওয়া যায় সমাজকাঠামোর অভ্যন্তরে বিদ্যমান-
i. বিভিন্ন ব্যক্তির ক্রমোচ্চ অবস্থানকে
ii. বিভিন্ন গোষ্ঠীর ক্রমোচ্চ অবস্থানকে
iii. বিভিন্ন শ্রেণির ক্রমোচ্চ অবস্থানকে
'Strata' শব্দের অর্থ কী?
সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?
কার মতে, জন্মগতভাবে কেউবা মনিব, কেউবা দাস?
'সামাজিকতা' একটি অন্তর্গোত্র ভিত্তিক প্রত্যয় হলে এর সাথে মিল রয়েছে কোনটির?
ভারতীয় সমাজে জাতিবর্ণের উৎকৃষ্ট উদাহরণ লক্ষ করা যায়-
i. স্থিতিশীলতার মাপকাঠিতে
ii. সংকীর্ণতার মাপকাঠিতে
iii. প্রাচীনতার মাপকাঠিতে
নিচের কোন বিষয়টির ওপর সামাজিক গতিশীলতা নির্ভরশীল?