লোকাচারের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. লোকাচার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়
ii. লোকাচারগুলো অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির
iii. লোকাচার হচ্ছে পালনীয় রীতিনীতি
নিচের কোনটি সঠিক?
সমাজজীবনের নিয়ন্ত্রক কোনটি?
নিচের কোনটি সামাজিক সংহতির অভিভাবক?
'লোকরীতির বৈশিষ্ট্য হলো তা সকল প্রশ্নের উর্ধ্বে'- উক্তিটি কার ?
লোকরীতি কয় ধরনের?
সমাজের আদর্শ বা মানসম্পন্ন আচরণ, যা সমাজের সদস্যদের জন্য অবশ্য পালনীয় তাকে কী বলে?
কোন ধরনের লোকরীতি শক্তিশালী?
অবশ্য পালনীয় লোকরীতি কোন ধরনের উপাদানে পরিণত হয়?
কোনটি ভঙ্গ করলে শাস্তিযোগ্য বিবেচিত হয়?
সামাজিক শৃঙ্খলা রক্ষায় কোনটির অবদান অনস্বীকার্য?
নিচের কোনটি সমাজ নিয়ন্ত্রণের অপ্রাতিষ্ঠানিক মাধ্যম?
বিধবাদের হাত খালি থাকে কী কারণে?
'যে প্রথা, অভ্যাস, ঐতিহ্য সামাজিক কল্যাণ সাধন করে সেসবই অবশ্য পালনীয় লোকরীতি'- উক্তিটি কার?
প্রকৃতিগত দিক থেকে লোকাচার কীরূপ?
ইতিবাচক অবশ্য পালনীয় লোকরীতি হচ্ছে-
i. পরকীয়ায় না জড়ানো
ii. বৃদ্ধ ও অসহায় মানুষদের যত্ন নেওয়া
iii. দেশের কাজ করা
লোকাচার ও লোকরীতির মধ্যে সম্পর্ক হচ্ছে-
i. লোকাচার হলো ব্যবহার বিধি আর লোকরীতি ব্যবহার নিয়ন্ত্রক
ii. লোকাচার পালনীয় রীতিনীতি আর লোকরীতি অবশ্য পালনীয় রীতিনীতি
iii. লোকাচার উচ্চমাত্রার আর লোকরীতি একমাত্রার সামাজিক নিয়ন্ত্রণ
লোকরীতির অন্তর্ভুক্ত হচ্ছে-
i. নিয়মবিধি
ii. ফ্যাশন
iii. আইন
লোকাচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. সামাজিক সম্পর্কের স্থায়িত্বে
ii. সামাজিক শৃঙ্খলা রক্ষায়
iii. আদব-কায়দা রক্ষায়
সমাজকাঠামোর মৌলিক উপাদান কোনটি?
সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?