এমিল ডুর্খেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন?
জে. ডি. বার্নাল তার গ্রন্থে বিজ্ঞান সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা হলো-
i. এটি একটি প্রতিষ্ঠান
ii. এক ধরনের পদ্ধতি
iii. ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞানভান্ডার
নিচের কোনটি সঠিক?
বিজ্ঞান একটি পুরনো বিষয় কারণ-
i. ইতিহাসে এর গতি নানা বিবর্তনের মাঝ দিয়ে গেছে
ii. প্রতিটি বিন্দুতে সামাজিক ক্রিয়াকর্মের সাথে বিজ্ঞান নিবিড়ভাবে যুক্ত
iii. বিজ্ঞান সমাজের বিভিন্ন ঘটনার সত্য উদঘাটনের চেষ্টা করে থাকে
বিজ্ঞান হলো-
i. গবেষণালব্ধ জ্ঞান
ii. পর্যবেক্ষণলব্ধ জ্ঞান
iii. অধিকাংশের সমর্থনলব্ধ জ্ঞান
সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়-
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা
“বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান"- এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী-
জ্ঞান অন্বেষণের প্রবেশপথ কোনটি?
'বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পৃথক বা স্বাতন্ত্র্য নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতাসহ উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়'- উক্তিটি কার?
'বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণিকরণ'- উক্তিটি কোন মনীষীর?
বিজ্ঞানসম্মত অনুসন্ধানের উপায়কে কী বলে?
বিজ্ঞানের ভিত্তি কী?
বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি প্রক্রিয়াকে নির্দেশ করে?
সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ?
সমাজবিজ্ঞানী ডেভিস ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন?
আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী?
বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীরা কতটি নীতি অনুসরণ করে থাকেন?
সব বিজ্ঞানী বৈজ্ঞানিক সমস্যার সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ হয়-
i. সমস্যা চিহ্নিতকরণ
ii. সমস্যার স্বরূপ নির্ধারণ
iii. সমস্যা পর্যবেক্ষণ
পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?