উত্তেজনা দমনে সক্রিয় ভূমিকা পালন করে কোনটি?
সমবেদী স্নায়ুতন্ত্রের প্রি-গ্যাংগ্লিয়নিক তত্ত্বগুলো কেমন প্রকৃতির?
জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা কোন স্নায়ুতন্ত্রের কাজ?
জামান সাহেবের বৃৎপিণ্ডের গতিবেগ কমাতে কোনটি সহায়তা করে?
উল্লিখিত স্নায়ুতন্ত্রটি আরও যেসব কাজে অংশ নেয় তা হলো-
i. পরিপাক ক্রিয়ায় বাধা সৃষ্টি করে
ii. যৌন গ্রন্থির ক্রিয়ায় বৃদ্ধি ঘটায়
iii. দেহের উত্তাপ হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
রুনি তার যে অঙ্গটি নাড়িয়ে ভেংচি কাটে, সেটি নাড়ানোর জন্য দায়ী স্নায়ুর নাম কী?
উদ্দীপকে আলোচিত অঙ্গটি নাড়ানোর জন্য দায়ী স্নায়ুটির কাজ-
i. জিহ্বার মাংসপেশি থেকে সংবেদী সংকেত গ্রহণ
ii. চক্ষু সঞ্চালন
iii. জিহ্বার সঞ্চালন
চন্দনার ভয় কেটে যাওয়ার জন্য কোন স্নায়ুতন্ত্র দায়ী?
উক্ত স্নায়ুতন্ত্রের কার্যাবলির কারণে-
i. চোখের মণি ছোট হয়
ii. রক্তের চাপ কমে যায়
iii. হৃৎপিন্ডের গতি বাড়ে
মিতুর মাঝে ঘটে যাওয়া ঘটনাটির জন্য দায়ী স্নায়ুতন্ত্রের নাম কী?
উক্ত স্নায়ুতন্ত্রের কাজ-
ⅰ. হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয়া
ii. রক্তের চাপ বাড়িয়ে দেয়া
iii. রক্তের সঞ্চালন বাড়িয়ে দেয়া
গনি বলল তার ব্রেন ভালো। এই ব্রেন থেকে প্রান্তীয় স্নায়ু তন্ত্রে আসা স্নায়ুপ্রবাহের পথকে কী বলে?