দুর্নীতির আর্থ-সামাজিক কারণ-
i. ভোগবাদী প্রবণতা
ii. তথ্য অধিকারের অভাব
iii. আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা
নিচের কোনটি সঠিক?
সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি দেখা দেয়, প্রশাসনের-
i. স্বচ্ছতার অভাবে
ii. জবাবদিহিতার অভাবে
iii. নিষ্ঠা ও সততার অভাবে
দুর্নীতির ফলে সমাজের নিম্ন আয়ের মানুষের-
i. আয় বেড়ে যায়
ii. আয় কমে যায়
iii. ক্রয়ক্ষমতা কমে যায়
দুর্নীতির কারণে বাধাপ্রাপ্ত হয় দেশের স্বাভাবিক-
i. গণতান্ত্রিক প্রক্রিয়া
ii. প্রশাসনিক প্রক্রিয়া
iii. আইন প্রণয়ন প্রক্রিয়া
মানবাধিকার হলো-
i. অধিকারের প্রশ্নে স্বাধীন ও সমান
ii. সমান সুযোগ-সুবিধার দাবিদার
iii. রাজনৈতিক অধিকার
দুর্নীতি প্রতিরোধের জন্য যে ধরনের দুর্নীতি দমন কমিশন প্রয়োজন তা হলো-
i. দল নিরপেক্ষ কমিশন
ii. সরকারের অনুগত কমিশন
iii. স্বাধীন ও সক্রিয় কমিশন
গণমাধ্যম দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারে-
i. দুর্নীতির তথ্য অনুসন্ধান করে
ii. দুর্নীতির তথ্য প্রকাশ করে
iii. শান্তি প্রদানের ব্যবস্থা করে
দুর্নীতির কারণ হিসেবে চিহ্নিত করা যায়-
i. স্বচ্ছতার অভাব
ii. দুর্বল গণতন্ত্র
iii. দায়িত্বে অবহেলা
যেসব আচরণ ইভটিজিংয়ের অন্তর্গত সেগুলো হলো-
i. শিস বাজানো
ii. অশালীন মন্তব্য
iii. অস্বস্তিপূর্ণ অপলক দৃষ্টি
দুর্নীতির ফলে-
i. জীবনযাত্রার ব্যয় বাড়ে
ii. উন্নয়ন ব্যাহত হয়
iii. দ্রব্যমূল্য কমে
একটি দেশের উন্নয়নের অপরিহার্য উপাদান হলো-
i. গণতন্ত্র
ii. উন্নয়ন
iii. সুশাসন