মেয়েদের মাসিক শুরু হওয়ার প্রথমদিকে যেসব প্রতিক্রিয়া দেখা দেয়, সেগুলো হলো-
i. বিষণ্ণতা
ii. অস্থিরতা
iii. কথা না শোনার মনোভাব
নিচের কোনটি সঠিক?
বয়স বাড়ার সাথে আবেগের ক্ষেত্রে পরিবর্তিত হয়-
i. বিকাশের ধারা
ii. প্রকাশের ধারা
iii. নিয়ন্ত্রণের ধারা
প্রাক শৈশবকালে শিশুর মনে ভীতির সঞ্চার করে?
i. অন্ধকার ঘর
ii. অপরিচিত ব্যক্তি
iii. উঁচু জায়গা
সাধারণত শৈশবকে যেসব পর্যায়ে ভাগ করা যায় সেগুলো হলো-
i. শৈশবের প্রথম পর্যায়
ii. শৈশবের মধ্য পর্যায়
iii. শৈশবের শেষ পর্যায়
শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা রেগে গেলে-
i. হাত-পা ছোঁড়াছুঁড়ি করে
ii. লাফালাফি করে
iii. চুপ করে থাকে
শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা ভয় পায় -
i. ভয়ের গল্প শুনলে
ii. জীবজন্তু দেখলে
iii. বীভৎস ছবি দেখলে
প্রাক-শৈশবকালে শিশুরা কৌতূহল উদ্রেককারী বস্তু ধরে-
i. ঝাঁকুনী দেয়
ii. আনন্দিত হয়
iii. চুষে কৌতূহল প্রকাশ করে
প্রাক-শৈশবকালে শিশুরা বাবা-মা বা আপনজনের প্রতি ভালোবাসা প্রকাশ করে-
i. জড়িয়ে ধরে
ii. চুমো দিয়ে
iii. লাফালাফি করে
শিশুদের কাজে বাধা দিলে বা কোনো বিধিনিষেধ আরোপ করলে তারা-
i. আনন্দিত হয়
ii. প্রতিবাদ জানায়
iii. আবেগ তাড়িত হয়
বাল্যকালে শিশুদের আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ করা যায়-
i. পরিপক্বতার কারণে
ii. অভিজ্ঞতার কারণে
iii. শিক্ষার কারণে