গর্ভস্থ শিশুর ক্ষতি হয় যদি মায়েরー
i. হৃদপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়
ii. রক্তচাপ বেড়ে যায়
iii. এড্রিনাল গ্রন্থির ক্ষরণ কমে যায়
নিচের কোনটি সঠিক?
ব্যক্তির পরিবেশের ভাগগুলো হলো-
i. জন্মপূর্ব পরিবেশ
ii. জন্মকালীন পরিবেশ
iii. জন্ম পরবর্তী পরিবেশ
শিশুর জন্মপূর্ব প্রভাব বিস্তারকারী উপাদান হলো-
i. এক্সরে
ii. রক্তের Rh
iii. ধূমপান ও মাদকাসক্তি
যেসব রোগ গর্ভস্থ শিশুর ওপর প্রভাব বিস্তার করে, সেগুলো হলো-
i. যক্ষ্মা
ii. ডায়াবেটিস
iii. আমাশয়
গর্ভস্থ শিশুর বিকাশ নির্ভর করে মায়ের-
i. পরিমিত খাদ্য গ্রহণ
ii. শারীরিক শ্রম
iii. খাদ্যের পুষ্টিগত মানের ওপর
মা যদি পুষ্টিহীনতায় ভোগে তবে গর্ভস্থ শিশুর-
i. দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়
ii. লোহিত কণিকা ভেঙ্গে যায়
iii. মস্তিষ্কের বৃদ্ধি সম্পন্ন হয় না
অল্প বয়সে সন্তান ধারণ মা ও শিশুর জন্য ক্ষতিকর কেননা মায়ের-
i. জননযন্ত্র পরিপূর্ণতা লাভ করে না
ii. মানসিকভাবে প্রস্তুত থাকে না
iii. শারীরিকভাবে দুর্বল থাকে
মধ্য বয়সে সন্তান ধারণ করলে গর্ভস্থ শিশুর যেসব বৈকল্য দেখা দিতে পারে সেগুলো হলো-
i. ক্রেটিনিজম
ii. ডাউন'স উপসর্গ
iii. হাইড্রোসেফালাস
গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য মাকে থাকতে হয়-
i. সর্বদা হাসিখুশি
ii. অতিরিক্ত আনন্দিত
iii. সবসময় আশঙ্কামুক্ত
গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশ, বিশেষভাবে শেষের দিকে ফেটাস এর বিকাশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে যদি মা-
i. অতিরিক্ত ধূমপান করেন
ii. সর্বদা হাসিখুশি থাকেন
iii. অতিরিক্ত মদ্যপান করেন
যমজ শিশুরা সাধারণত পূর্ণ সময়ের পূর্বেই ভূমিষ্ঠ হওয়ায়-
i. দৈহিকভাবে অপরিপক্ক থাকে
ii. অসুস্থ থাকে
iii. মানসিকভাবে অপরিপক্ক থাকে
ব্যক্তির পরিবেশ হলো-
i. বংশগতি
ii. জন্ম-পূর্ব পরিবেশ
iii. জন্ম-পরবর্তী পরিবেশ