বংশগতি হলো-
i. একটি প্রক্রিয়া
ii. জন্মসূত্রে অর্জিত প্রবণতার সমষ্টি
iii. মিল অমিলের বাহক
নিচের কোনটি সঠিক?
জিনগুলোর ভাগ হলো-
i. সবল জিন
ii. দীর্ঘ জিন
iii. দুর্বল জিন
একজোড়া জিন দ্বারা নির্ধারিত হয়-
i. চোখের রঙ
ii. চুলের গঠন
iii. গায়ের রঙ
বংশগতি একাধারে মিল-গরমিলের বাহক বলে সন্তানের সাথে পিতা মাতার কিছুটা-
i. সাদৃশ্য থাকে
ii. অবিকল তাদের মতো হয় না
iii. কোনো সাদৃশ্য থাকে না
বংশগতির বাহক জিন এর বৈশিষ্ট্য হলো-
i. একটি একটি করে অবস্থান করে
ii. জোড়ায় জোড়ায় অবস্থান করে
iii. সবল ও দুর্বল এ দুইভাগে ভাগ করা যায়
একটি বিশেষ গুণ বহনকারী একটি সবল জিন এবং একটি দুর্বল জিন একত্রিত হলে সন্তানের মধ্যে-
i. সবল জিনটির গুণ প্রকাশ পাবে
ii. দুর্বল জিনের গুণ সুপ্ত থাকবে
iii. দুর্বল জিনের গুণ প্রকাশ পাবে
আমাদের শারীরিক বৈশিষ্ট্য ও গুণাবলি নির্ভর করে শরীরের-
i. এনজাইমের কার্যকারিতার ওপর
ii. ফ্যাটের কার্যকারিতার ওপর
iii. প্রোটিনের কার্যকারিতার ওপর