সমবেদী স্নায়ুসমূহ উদ্দীপিত হলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়-
i. পেশীর
ii. ঘর্ম গ্রন্থির
iii. কণ্ঠনালীর
নিচের কোনটি সঠিক?
আবেগের উপাদান হলো-
i. জ্ঞানীয় উপাদান
ii. শারীরবৃত্তীয় উপাদান
iii. আচরণগত উপাদান
আবেগের সময় -
i. হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়
ii. বুক ধড়ফড় করে
iii. হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া বৃদ্ধি পায়
আবেগতাড়িত অবস্থা-
i. ব্যক্তিগত অভিজ্ঞতা
ii. দৈহিক পরিবর্তন
iii. আবেগের প্রকাশ
আবেগ দেখা দিলে ব্যক্তি অনুভব করে-
i. সুখ
ii. আনন্দ
iii. অভিজ্ঞতা
আবেগ হচ্ছে-
i. ভয়
ii. ক্রোধ
iii. হিংসা
আবেগের উপস্থিতি ঘটলে-
i. দৈহিক পরিবর্তন ঘটে
ii. মানসিক পরিবর্তন ঘটে
iii. দৈহিক ও মানসিক অবস্থা অপরিবর্তিত থাকে
আবেগ হলো-
i. প্রাণীর মধ্যে উত্তেজিত অবস্থা
ii. আচরণের অন্যতম নির্ধারক
iii. দেহের অভ্যন্তরীণ পরিবর্তন
আবেগের সংজ্ঞা দিয়েছেন যারা-
i. ক্রাইডার
ii. গোথালস
iii. সলোমন
আবেগের শাব্দিক অর্থ হলো-
i. আলোড়িত অবস্থা
ii. গতিশীল অবস্থা
iii. উত্তেজিত অবস্থা
আবেগের বৈশিষ্ট্য হলো-
i. বৈশিষ্ট্যসূচক অনুভূতি
ii. বাহ্যিক অভিব্যক্তির ধরন
iii. শারীরবৃত্তীয় উত্তেজনার ধরন
আবেগ প্রকাশের মাধ্যম হলো-
i. অভিজ্ঞতা
ii. আচরণ
iii. অনুভূতি
সমবেদী স্বায়ুতন্ত্রের কাজ হলো-
i. হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেওয়া
ii. শ্বাস-প্রশ্বাসের ক্রিয়া বাড়িয়ে দেওয়া
iii. পরিপাক ক্রিয়ায় সাহায্য করা