বাগিচা কৃষির উদাহরণ কোনটি?
ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ কোন স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড?
খরিপ শস্যের উদাহরণ হলো—
আর্জেন্টিনা বিশ্বের কততম গোমাংস রপ্তানিকারক দেশ?
কোন কৃষি ব্যবস্থায় একই ভূমিতে বাণিজ্যিক পশুপালন ও শস্য চাষ উভয় একই সাথে হয়ে থাকে?
ভুট্টা, তেলবীজ কোন কৃষির অন্তর্ভুক্ত?
পশুপালনে দক্ষিণ আমেরিকা কততম?
যাযাবর অবস্থায় মানুষ কী উদ্দেশ্যে পশুপালন করতো?
বর্তমানে মানুষ প্রধানত কোন উদ্দেশ্যে পশুপালন করে?
আফ্রিকার নীলনদের অববাহিকা অঞ্চলে কোন কৃষিকাজ করা হয়ে থাকে ?
যে অস্থায়ী কৃষি ব্যবস্থায় কৃষিকাজ অনুন্নত ও প্রাচীন যেখানে শুধুমাত্র জীবনধারণের প্রয়োজনে কৃষিকাজ করা হয়, তাকে কী বলা হয়?
একটি বাগিচা কৃষির উদাহরণ হলো—
যখন একই কৃষিতে বহু ফসলের চাষ করা হয়, তখন সেই কৃষিরব্যবস্থাকে কী বলে?
মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন ধরনের কৃষির প্রাধান্য রয়েছে?
মাটির স্বাভাবিক উর্বরতাকে সুস্থায়ী রেখে জমিকে প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনে ব্যবহার করার পরিবেশবান্ধব পদ্ধতিকে কী বলা হয়?
মৌসুমি জলবায়ুর দেশগুলোতে খরিফশস্যের যে চাষ হয়, তাকে কোন ধরনের কৃষি পদ্ধতি বলে?
কোন কোন ফসলের চাষ আর্দ্র কৃষিতে করা হয়?
বিশ্ববাণিজ্যে কোন কৃষির অবদান সর্বাধিক?
সমুদ্রের উপকূলীয় মৎস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো....
i. হেরিং ও ম্যাকারেল
ii. সার্ডিন ও পিলচার্ড
iii. ইলিশ ও চিংড়ি
নিচের কোনটি সঠিক?
মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
i. আত্মকর্মসংস্থানে
ii. দারিদ্র্য বিমোচনে
iii. প্রাণিজ আমিষ সরবরাহে ও বৈদেশিক বাণিজ্যে