অর্থকরী ফসল কোনটি?
ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
চা কোন অঞ্চলের উদ্ভিদ?
চীনে রপ্তানির উদ্দেশ্যে প্রধানত কী ধরনের চা উৎপাদন করা হয়?
'Camelia synensis' কীসের বৈজ্ঞানিক নাম?
ভারতের কোন এলাকা চায়ের আদিভূমি ?
বিশ্বের জনপ্রিয় পানীয়টি চাষের অনুকূল পরিবেশ কোনটি?
মৌলভীবাজার বিখ্যাত কী চাষের জন্য?
কোনটি অর্থকরী ফসল?
চা চাষের জন্য কত সে. মি. বৃষ্টিপাত দরকার?
বাংলাদেশের কোন অঞ্চলে অধিক চা চাষ সম্ভব?
চা বাগানের সংখ্যার দিক থেকে ২য় কোনটি?
ঢাল কম থাকা সত্ত্বেও চা চাষ হয় কোথায়?
চা গাছের উপযোগী জলবায়ু –
i. বৃষ্টিপাতযুক্ত
ii. উষ্ণ
iii. আর্দ্র
নিচের কোনটি সঠিক?
চা কোন দেশের জাতীয় পানীয়?
চা চাষের জন্য উপযোগী মৃত্তিকা হলো-
i. নাইট্রোজেনযুক্ত অম্লধর্মী
ii. লৌহ মিশ্রিত
iii. আগ্নেয় ভস্মযুক্ত
চা উৎপাদনের অনুকূল অবস্থা—
i. ঢালু ভূমি
ii. অপেক্ষাকৃত নিচু ভূমি
iii. প্রচুর বৃষ্টিপাত
চা গাছের জন্য প্রযোজ্য-
i. বার্ষিক প্রায় ২৫০ সে. মি. বৃষ্টিপাত
ii. বার্ষিক ১৬° হতে ১৭° সেলসিয়াস তাপমাত্রা
iii. জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি
বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি?
রবিশস্য কোন ঋতুতে জন্মে ?