মেরুদেশীয় তুন্দ্ৰা জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি?
কোন জলবায়ুর ক্ষণস্থায়ী গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য ৩০-৩২ ঘণ্টা?
মেরুদেশীয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুষার খুব কম গলে কোন সময়ে?
মিস্ট্রাল বায়ু কোথায় দেখা যায়?
কোন অঞ্চলটি আবসাদ অঞ্চল নামে পরিচিত?
সাহারা মরুভূমিতে জুলাই মাসে কত ডিগ্রি সমোষ্ণরেখা ক্ষুদ্র এলাকা বেষ্টন করে থাকে?
ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ুর অপর নাম কী?
ডব্লিউ কোপেন পৃথিবীর জলবায়ুকে সর্বমোট কত শ্রেণিতে বিভক্ত করেন?
অধিক তাপমাত্রা বিশিষ্ট নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয় কী কারণে?
নরওয়ে উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ে উপকূলে বরফ জমে না কেন?
শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হওয়ায় কোন ধরনের অবস্থার সৃষ্টি হয়?
জলবায়ুর বিভিন্ন উপাদানগুলো হলো :
i. বায়ুর তাপ, চাপ, প্ৰবাহ
ii. বায়ুর আর্দ্রতা, বারিপাত
iii. পানির উৎস ও বারিমণ্ডল
নিচের কোনটি সঠিক?
মেরুদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য –
i. শীতল শীত ঋতু
ii. শুষ্ক শীত ঋতু
iii. স্বল্প ঠাণ্ডা গ্রীষ্মকাল
নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
সারা বছর সমানভাবে তাপ থাকে কোন জলবায়ুতে?
নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন ঋতু থাকে?
তাপমাত্রার পার্থক্য না থাকায় ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে?
অত্যধিক তাপের জন্য নিরক্ষীয় অঞ্চলের বায়ুতে সর্বদা কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত চলতে থাকে?
সাধারণত বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত দ্বারা কী নিরূপণ করা হয়?