উদ্দীপকে উল্লেখিত দুর্যোগের প্রভাবে—
i. জানমালের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়
ii. গাছপালা ভেঙে পড়ে
Iii. টেলিফোন ও বিদ্যুৎ লাইন উপড়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ভ্লাদিমির কোপেন পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগকে প্রথম প্রকাশ করেন কতো সালে?
নিরক্ষরেখার সন্নিকটবর্তী দেশগুলোতে কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়?
নিরক্ষীয় জলবায়ু কত ডিগ্রি অক্ষাংশে বিস্তৃত?
মধ্য আমেরিকা, ভেনিজুয়েলা, গায়ানা, ব্রাজিলের উপকূল ইত্যাদি অঞ্চলগুলো কোন জলবায়ুর অন্তর্গত?
মহাদেশসমূহে নিরক্ষীয় এবং উষ্ণ মরু অঞ্চলের মধ্যভাগে যে জলবায়ু দেখা যায় তাকে কোন ধরনের জলবায়ু বলা হয়?
সুদান, মালি, সেনেগাল, ঘানা, নাইজেরিয়া ইত্যাদি দেশগুলো কোন জলবায়ুর অর্ন্তগত?
উপক্রান্তীয় পূর্ব উপকূলীয় আর্দ্র জলবায়ু অঞ্চলে কী কারণে বৃষ্টিপাতের তারতম্য ঘটে?
ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু অঞ্চলে সারা বছর কী ধরনের তাপমাত্রা থাকে?
ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোন ঋতুতে?
মৌসুমি জলবায়ুর অপর নাম কী?
মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.?
কোন জলবায়ুকে সুদানি জলবায়ু বলা হয়?
কোন জলবায়ুকে উপসাগরীয় জলবায়ু বলে?
যুক্তরাষ্ট্রের কোন অংশে উপক্রান্তীয় পূর্ব উপকূলীয় আর্দ্র জলবায়ু দেখা যায়?
ভূমধ্যসাগর ও এর তীরবর্তী দেশসমূহে কোন জলবায়ু দেখা যায়?
দক্ষিণ গোলার্ধে ৪০°-৫৫° অক্ষাংশে কোন জলবায়ু দেখা যায়?
মহাদেশের অভ্যন্তর ও মহাদেশীয় জলবায়ুর অপর নাম কী?
মহাদেশের অভ্যন্তর ও মহাদেশীয় অঞ্চলের জলবায়ু কী ধরনের জলবায়ু ?
উত্তর আমেরিকার উত্তর-পূর্বাংশ, জাপান ও কোরিয়ার কিছু অংশ, মাঞ্চুরিয়া, আমুর নদীর অববাহিকা এগুলো কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?