চিনি ছাড়া এ কারখানায় কী উৎপন্ন হয়?
রূপন্তীর কর্মক্ষেত্রটি ছিল।
i. ঝুঁকিপূর্ণ
ii. অনুন্নত
iii. স্যাঁতস্যাতে
নিচের কোনটি সঠিক?
গোলাকার বিশ্বের কোনো কিছুর অবস্থান কীসের মাধ্যমে বর্ণনা করা হয়?
কীসের ভিত্তিতে মানচিত্র অভিক্ষেপ নির্ধারিত হয়?
সরল বেলন অভিক্ষেপের অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো-
i. সবই সরলরেখা
ii. সমকোণে ছেদ করে
iii. নির্ভুল স্কেলে অঙ্কিত
GIS প্রযুক্তির জন্য উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে কোন যন্ত্রটি?
বাংলাদেশে GIS উপযুক্ত এর প্রয়োগ ক্ষেত্র কোনটি?
বেলন অভিক্ষেপ সাধারণত কোন ধরনের মানচিত্র অঙ্কনে ব্যবহৃত হয়?
কোন অভিক্ষেপে আলোক রশ্মিগুলো মহাশূন্য থেকে আসে এবং পরস্পরের সমান্তরালে অবস্থান করে?
কোন অভিক্ষেপের সাহায্যে নিরক্ষরেখার কাছে স্বল্প পরিসর স্থানে মানচিত্র নির্ভুলভাবে প্রকাশ করা যায়?
শিক্ষকের বর্ণনাকৃত অভিক্ষেপটির নাম কী?
উদ্দীপক অনুসারে বাংলাদেশের মানচিত্র অঙ্কনে ব্যবহৃত রেখা-
i. অক্ষরেখা
ii. দ্রাঘিমারেখা
iii. সরলরেখা
নিচের কোন ভূমিরূপটি প্লাবন সমভূমিতে দেখা যায় না?
বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
নাতিদীর্ঘ উচ্চভূমি কোনটি?
কোন শক্তির প্রভাবে বিচূর্ণীভবন সম্পাদিত হয়?
জারণ বা অক্সিডেশন কোন ধরনের বিচূর্ণীভবন?
বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠকে ব্যাপকভাবে ক্ষয় করে-
i. যান্ত্রিক উপায়ে ii. জৈবিক প্রক্রিয়ায়
iii. রাসায়নিক প্রক্রিয়ায়
ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনকারী প্রাকৃতিক শক্তি সমূহের মধ্যে প্রধানতম ভূমিকা পালন করে কোনটি?
কোন রেখার অবস্থানের কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে?