কয়টি দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত?
‘পলিনেশিয়া’ এর ‘পলি' শব্দের অর্থ কী?
৩০° উত্তর অক্ষরেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমারেখা কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অধ্যুষিত অঞ্চল মৌসিনরাম, চেরাপুঞ্জি কোন দেশে অবস্থিত?
কোনটি প্রাচ্যের ব্রিটেন?
জাপানের পর্বতগুলো উত্তর-দক্ষিণে কীভাবে বিন্যস্ত রয়েছে?
জাপানের কোন অঞ্চলে জৈব পদার্থ সমৃদ্ধ ধূসর বর্ণের মৃত্তিকা দেখা যায়?
কোন প্রণালি দক্ষিণ কোরিয়াকে জাপান থেকে পৃথক করেছে?
শিল্পবিপ্লব কোথায় শুরু হয়?
যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা লাভ করে কোন দেশ?
বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
বাংলাদেশের সর্ব দক্ষিণের জনপদ কোনটি?
বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য -
i. বিভিন্ন ঋতুর আবির্ভাব
ii. উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল
iii. শুষ্ক শীতকাল
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের দেশটির ক্ষেত্রে প্রযোজ্য -
i. অধিবাসীরা শিল্পকাজে নিপুণ
ii. দেশটির যোগাযোগ ব্যবস্থা উন্নত
iii. দেশটির কৃষিতে একর প্রতি উৎপাদন অত্যন্ত বেশি
জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে কী বলা হয়?
কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিম্নের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে—
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিগমন
জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত?