কোনো বণ্টনের সবচেয়ে বড় সাফল্যাঙ্ক থেকে সবচেয়ে ছোট সাফল্যাঙ্কের মধ্যে পার্থক্য পরিমাপকেই কী বলে?
পরিসরের সূত্র কোনটি?
"পরিসর হলো একটি বণ্টনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সাফল্যাঙ্কের মধ্যে পার্থক্য”- সংজ্ঞাটি কার?
ক্রমিক নং লিখে ছোট থেকে বড় এভাবে ক্রমানুসারে সাজাতে হয় কোন বিচ্যুতিতে?
কোনো বণ্টনের কেন্দ্র থেকে প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থকএ অবস্থানকৃত সাফল্যাঙ্কসমূহের দূরত্বের গাণিতিক গড়কে কী বলে?
কোনো তথ্য সারির সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট মানের পার্থক্য নিচের কোনটি?
"গড় বিচ্যুতি হলো বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে সকল বিচ্যুতির গাণিতিক গড়”- সংজ্ঞাটি কার ?
কোনো বণ্টনের সাফল্যাঙ্কগুলো থেকে ঐ বণ্টনের গড়ের বিচ্যুতি যোগ করলে যোগফল কী হয়?
কোন বিচ্যুতির ব্যবহার খুবই সীমিত?
পরিসংখ্যানে গড় কোন চিহ্নকে নির্দেশ করে?
পরিসংখ্যানে 'AM' দ্বারা কোনটি বোঝায়?
বিচ্যুতির পরিমাণ নির্দেশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত অঙ্ক কোনটি?
“আদর্শ বিচ্যুতি হলো পরিমাপসমূহের গড় থেকে তাদের বিচ্যুতির বর্গসমূহের গাণিতিক গড়ের বর্গমূল”- সংজ্ঞাটি কার?
খোলা বা উন্মুক্ত নিবেশনে কোন বিচ্যুতির প্রয়োগ খুবই কার্যকরি?
প্রান্তিক অস্বাভাবিক ছোট বা বড় মানের প্রভাব দূর করতে ব্যবহার করা হয় কোনটি?
বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূলকে বলে-
তথ্য নিবেশনের তথ্যের মানগুলোর অবস্থান কোথায় এবং কোন তথ্যের ভূমিকা কতটুকু তা কোন বিচ্যুতি দ্বারা নির্ণয় করা যায়?
বণ্টনের বৃহত্তম ও ক্ষুদ্রতম সাফল্যাকের মান জানা থাকলে ঐ বণ্টনের বিচ্যুতি পরিমাপে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
কোনো বণ্টনের সাফল্যাঙ্কসমূহের বিচ্যুতির বর্গের গড়কে কী বলে?
যে সমস্ত তথ্য নিবেশনে তথ্যগুলোর পারস্পরিক দূরত্ব বেশি, সেগুলোর বিস্তার পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?