"বর্ণনামূলক পরিসংখ্যান হলো উপাত্তের বর্ণনা বা সুবিন্যস্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত পরিসংখ্যানিক পদ্ধতি"- সংজ্ঞাটি কার?
পরিসংখ্যানকে কয়ভাগে ভাগ করা হয়?
পরিসংখ্যানকে সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সংগ্রহ উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করণের বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেছেন কে?
সাধারণ তথ্য ও ব্যতিক্রমধর্মী তথ্যের গাণিতিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় কোন পরিসংখ্যান?
পরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে যে উপাত্তসমূহ সংগ্রহ করা যায় তা নিয়মানুগভাবে বিন্যস্ত ও উপস্থাপন করা যায় কোন পরিসংখ্যানে?
ছোট ছোট নমুনা জরিপ করে নমুনা সমগ্রক সম্পর্কে অনুমান করা হয় কোন পরিসংখ্যানে?
পরিসংখ্যানে সাধারণত কীসের সাহায্যে ভবিষ্যদ্বাণী করা যায়?
পূর্বোক্তিমূলক পরিসংখ্যান হলো উপাত্তের মূল এককের সাপেক্ষে দুই বা ততোধিক চলের মধ্যকার গড় সম্পর্কের পরিমাপক'- এটা কার মত?
অল্প সংখ্যক ব্যক্তির পর্যবেক্ষণকে কী বলা হয়?
কোন পরিসংখ্যানে অনির্ভরশীল চল দ্বারা নির্ভরশীল চল-এর মান প্রভাবিত হয়?
যা থেকে নমুনা নেওয়া হয় তাকে কী বলে?
'সার ফসল উৎপাদনকে প্রভাবিত করে'- এখানে ফসল উৎপাদন কোন চল?
পরিসংখ্যানে আলোচনা করা হয়-
i. সংখ্যাতাত্ত্বিক ফলাফল বিশ্লেষণ
ii. সূত্রগত প্রয়োগ ও ব্যাখ্যা
iii. সুপরিকল্পিত উপাত্ত সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
পরিসংখ্যান হলো গাণিতিকভাবে ব্যবহৃত সংখ্যাতাত্ত্বিক উপাত্তের-
i. সন্নিবেশ
ii. সারসংক্ষেপ
iii. ব্যাখ্যাকরণ
ব্যবহার ও কৌশলগত দিক থেকে পরিসংখ্যানকে ভাগ করা যায়-
i. বর্ণনামূলক পরিসংখ্যান
ii. অনুমাননির্ভর পরিসংখ্যান
iii. পূর্বানুমান পরিসংখ্যান
বর্ণনামূলক পরিসংখ্যানের উপাত্তকে উপস্থাপন করা যায়-
i. সুবিন্যস্তভাবে
ii. সহজ-সরলভাবে
iii. নমুনাভিত্তিকভাবে
বর্ণনামূলক পরিসংখ্যানে নির্ণয় করা যায়-
i. দুটি উপাত্তের পার্থক্য
ii. দুটি উপাত্তের পারস্পরিক সম্পর্ক
iii. দুটি উপাত্তের গুণাবলি
দুই বা ততোধিক চলের মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করা হয়-
i. পূর্বানুমান পরিসংখ্যানে
ii. পূর্বোক্তিমূলক পরিসংখ্যানে
iii. ভবিষ্যদ্বাণীমূলক পরিসংখ্যানে
পূর্বানুমান পরিসংখ্যানের মাধ্যমে চলসমূহের মধ্যে যে নির্দেশনা পাওয়া যায়-
i. ধনাত্মক
ii. ঋণাত্মক
iii. শক্তিশালী ও দুর্বল
দুই বা ততোধিক তথ্যসারিকে তুলনা করতে কোনটি বেশি সুবিধাজনক?