তথ্যসারির কোনো একটি মান শূন্য হলে নিচের কোন পরিমাপটি নির্ণয় করা যায় না?
৪, ৫, ৮, ৬, ৭ সংখ্যাগুলোর জ্যামিতিক গড় কত?
কোনো তথ্যসারিকে যে নয়টি মান সমান নয়ভাগে বিভক্ত করে, সেই মান নয়টির প্রত্যেকটিই এক একটি-
গড় গতিবেগ নির্ণয়ে কোন পরিমাপটি ব্যবহৃত হয়?
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত?
নিচের কোন সম্পর্কটি সঠিক?
মানের ক্রমানুসারে সাজানো তথ্যমালাকে সমান দুই অংশে বিভক্তকারী মানকে কি বলে?
ক্রিকেট খেলায় ওভারপ্রতি রানের তথ্য উপস্থাপনে উপযুক্ত চিত্র কোনটি ?
পরিসংখ্যানিক গবেষণার কাঁচামালকে কী বলে?
প্রাথমিক তথ্যের বৈশিষ্ট্য হলো-
i. সময় কম লাগে
ii. জনবল বেশি লাগে
iii. প্রশিক্ষণপ্রাপ্ত লোকের দরকার হয়
নিচের কোনটি সঠিক?
পরিসংখ্যানের প্রথম কাজ কোনটি?
অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত সংখ্যাসূচক রাশিকে কী বলে?
একটি প্রতিষ্ঠানের মোট কর্মকর্তার সংখ্যা 500 জন হলে প্রত্যেক কর্মকর্তার বেতনের সংখ্যাত্মক প্রকাশকে কী বলা হবে?
Data শব্দটির আভিধানিক অর্থ কী?
উৎসের ভিত্তিতে তথ্য কত প্রকার?
যে তথ্য অনুসন্ধান ক্ষেত্র হতে প্রত্যক্ষভাবে সংগৃহীত হয়, তাকে কী বলে?
তথ্যবিশ্বের প্রতিটি এককের সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
কোনো সমগ্রকের এক বা একাধিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যেসব রাশিমালা সংগৃহীত হয় তাকে কী বলে?
মাধ্যমিক তথ্য-i. সরাসরি ক্ষেত্র থেকে সংগৃহীতii. তুলনামূলক কম নির্ভরযোগ্যiii. সংগ্রহে অর্থ, সময় ও জনবল কম লাগে
কোনটি সঠিক ?
তথ্যের গ্রহণযোগ্যতা কম হবে-i. অস্বাভাবিক উপাত্ত থাকলেii. উপাত্ত বেশি অনুপস্থিত থাকলেiii. উপাত্ত সংগ্রহ ব্যয়বহুল হলেনিচের কোনটি সঠিক?