r = 0.0001 হলে সম্পর্কের মাত্রাকে ধনাত্মক এবং কী বলা যায়?
r = 1 হলে আয় ও ব্যয়ের মধ্যে কী ধরনের সংশ্লেষ বিদ্যমান?
নিচের কোনটি সংশ্লেষের ধারণা দিতে পারে?
r = 0.85 এর অর্থ চলক দুইটির মধ্যে কী ধরনের সংশ্লেষ বিদ্যমান?
কোন দুইটির মধ্যে বিক্ষেপ চিত্র ডানদিকে নিম্নগামী হবে?
কোন দুইটি চলকের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান?
কোনো কোম্পানী তার উৎপাদিত দ্রব্য রপ্তানি বাড়ার সাথে সাথে কোম্পানীর দ্রব্য উৎপাদন বাড়াতে হলো। উৎপাদন ও রপ্তানির মধ্যে কী ধরনের সংশ্লেষ বিদ্যমান?
দাম বাড়লে যোগান বাড়ে এটি কোন সংশ্লেষ?
কোনটি আংশিক ঋণাত্মক সংশ্লেষের উদাহরণ?
y=-0.5x হলে। এর মান কত?
নিচের কোন তথ্যসেটের ক্ষেত্রে জ্যামিতিক গড় সর্বাধিক উপযোগী?
অজিভ রেখার সাহায্যে নির্ণয় করা যায় কোনটি?
একজন ক্রেতার বিভিন্ন দরে কোনো দ্রব্যের ক্রয়ের গড় হার নির্ণয়ে কোনটি উপযুক্ত পরিমাপ?
ব্যাংকের সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির হার, আনুপাতিক হার নির্ণয়ে ব্যবহৃত হয়-
তিনজন ছাত্র পরিসংখ্যান বিষয়ে যথাক্রমে 30, 0 ও 15 নম্বর পেল। এক্ষেত্রে কেন্দ্রিয়মান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
দুটি অশূন্য অসমান ধনাত্মক সংখ্যার জন্য কোন সম্পর্কটি সঠিক?
সব ধরনের গতিবেগের ক্ষেত্রে কেন্দ্রিয় প্রবণতার কোন পরিমাপটি উপযুক্ত?
10, 12, 14, . . . . . . . . . . 24 ধারাটির গাণিতিক গড় কত?
কোন পরিমাপক থেকে নির্ণীত ব্যবধানের সমষ্টি শূন্য?
জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে কোন পরিমাপটি উপযুক্ত?