কোনো এলাকার লোকদের আয়ের নিবেশন একটি- বঙ্কিম নিবেশন।
মানবদেহে সময়ের সাথে ক্যান্সার কোষ বৃদ্ধি সংখ্যার নিবেশন - বঙ্কিম।
কোনো নিবেশনের গড় 25, মধ্যমা 20 হলে প্রচুরক কত হবে?
কোনো নিবেশনের গড় 50, কার্ল-পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এবং বিভেদাঙ্ক 40% হলে প্রচুরক কত হবে?
কোনো নিবেশনের ১ম চতুর্থক 5, ৩য় চতুর্থক 10 এবং মধ্যমা 6 হলে বাউলির বঙ্কিমতাঙ্ক কত হবে?
কোনো নিবেশনের ভেদাঙ্ক 4, গড় 40 এবং প্রচুরক 38.8 হলে বঙ্কিমতাঙ্ক কত হবে?
গঠন প্রকৃতির উপর ভিত্তি করে সূঁচলতাকে কত ভাগে ভাগ করা যায়?
পরিমিত বিন্যাসের সূঁচল কোন ধরনের সূঁচল রেখা?
নিচের কোনটি দেখতে অনেকটা পর্বত চূড়ার মতো?
ফিশারের সূত্র মতে মধ্যম সূঁচাল রেখার শর্ত কোনটি?
কোনো বিন্যাসের ভেদাঙ্ক 2 এবং চতুর্থ কেন্দ্রিয় পরিঘাত 6 হলে সূঁচলতার মান কত হবে?
পরিমিত রেখার তুলনায় কোনো বিন্যাসের গণসংখ্যা রেখার উঁচু নিচুর মাত্রাকে বলা হয়-
মালভূমির মতো দেখতে নিচের কোনটি?
কোনো তথ্যসারির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের গাণিতিক গড় নিচের কোনটি?
কোনো তথ্যসারির প্রথম ও তৃতীয় চতুর্থকের গাণিতিক গড়কে কি বলে?
বক্স প্লট কে আবিষ্কার করেন?
শাখা ও পত্রকের উপস্থাপনের বিস্তারিত বর্ণনাকে সংক্ষিপ্ত করে নিচের কোনটি?
বক্স ও উইস্কার প্লট কত সালে আবিষ্কৃত হয়?
জন টুকি কোন দেশের পরিসংখ্যানবিদ ছিলেন?
জন টুকি ছিলেন-