কোনো শ্রেণির পাঁচজন ছাত্রের প্রত্যেকের প্রাপ্ত নম্বর 70 হলে প্রাপ্ত নম্বরের AM, GM, HM এর মান কত?
১ম চারটি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত?
১ম 30টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত?
আদর্শ পরিমাপটি-i. চরম মান দ্বারা প্রভাবিত হবে নাii. নমুনা বিচ্যুতি দ্বারা খুব কম প্রভাবিত হবেiii. উপাত্তের সবগুলো মানকে ব্যবহার করবেনিচের কোনটি সঠিক?
আদর্শ গড়ের বৈশিষ্ট্য-i. উপাত্তের সবগুলো মানকে ব্যবহার করেii. সবার নিকট সহজবোধ্যiii. গড় নির্ণয় করা সহজনিচের কোনটি সঠিক?
তথ্যগুলোর জন্য কোন গড়টি উপযোগী?
উপরের তথ্যের মধ্যমা কত?
প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত কত?
প্রথম 10 টি স্বাভাবিক রাশির দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত কত?
কোনো বিন্যাসের প্রথম ও তৃতীয় চতুর্থকের গাণিতিক গড়কে কী বলে?
চতুর্থক ব্যবহার করে বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন কে?
কেন্দ্রিয় পরিঘাত হচ্ছে-
i. মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল
ii. মূলের উপর নির্ভরশীল কিন্তু মাপনী হতে স্বাধীন
iii. মূল ও মাপনী হতে স্বাধীন
নিচের কোনটি সঠিক?
ঋণাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে-
i. গণসংখ্যা রেখার ডানদিক উঁচু থাকে
ii. গড় < মধ্যমা < প্রচুরক
iii. গড় > মধ্যমা > প্রচুরক
একটি গণসংখ্যা রেখা যদি লেখের বাম দিকে উঁচু হয়ে ডান দিকে বিস্তৃতি লাভ করে থাকে তাকে-
i. অতি সূঁচাল
ii. ডান বঙ্কিম
iii. ধনাত্মক বঙ্কিম রেখা
গণসংখ্যা নিবেশনের প্রান্ত খোলা শ্রেণিসীমা থাকলে, কোন সূত্রের সাহায্যে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করা যায়?
i. কার্ল পিয়ারসনের
ii. বাউলির
iii. কেলীর
সুষম নিবেশনের-
i. বঙ্কিমতা শূন্য
ii. গড়, মধ্যমা ও প্রচুরক সমান
iii. গণসংখ্যা রেখা বামদিকে বিস্তৃত
উপরের বৈশিষ্ট্যসমূহের আলোকে কোন উত্তরটি সঠিক?
β2 দ্বারা গণসংখ্যা নিবেশনের ধারণা পাওয়া যায়-
i. আকৃতি কেমন
ii. রেখাটি কতটুকু উঁচু
iii. গণসংখ্যা রেখার শীর্ষদেশ
পরিঘাতের মান-
i. কখনো ঋণাত্মক হতে পারে না
ii. ঋণাত্মক হতে পারে
iii. ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে
কোনো তথ্যসারির বা নিবেশনের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
কোনো নিবেশনের দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত কিসের সমান?