কালীন সারিতে সময় নির্দেশক চলক কোনটি?
পরিসাংখ্যিক তথ্যকে সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজানো হলে তাকে কী বলে ?
কালীন সারিতে কয়টি তথ্য সেট নিয়ে কাজ করা হয়?
কালীন সারিতে স্বাধীন চলক কোনটি?
কালীন সারির উদাহরণ হলো-
i. নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিনের শেয়ারের মূল্য
ii. বছরের বিভিন্ন মাসে কোনো পণ্যের উৎপাদনের পরিমাণ
iii. বিভিন্ন বছরে বেকারত্বের হার
নিচের কোনটি সঠিক?
কালীন সারির উপাদানসমূহ প্রভাবিত হয়-
i. প্রাকৃতিক কারণে
ii. সামাজিক কারণে
iii. কৃত্রিম কারণে
কালীন রেখা-
i. নিম্নগামী হতে পারে
ii. ঊর্ধ্বগামী হতে পারে
iii. সমান্তরাল হতে পারে
ঋতুগত ভেদের সময়কাল কত?
বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন কালীন সারির কোন উপাদানের প্রভাব?
করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা কালীন সারির কোন উপাদান নির্দেশ করে?
রাজনৈতিক কারণে কালীন সারিতে যে পরিবর্তন হয় তাকে কী বলে?
চিকিৎসা বিজ্ঞানের উন্নতর পদ্ধতি গ্রহণের ফলে জন্মহার ও মৃত্যুহারের ক্ষেত্রে কালীন সারির সাধারণ ধারায় কোন প্রবণতা লক্ষ্য করা যায়?
বিভিন্ন বৈজ্ঞানিক কালীন সারির উপাদানসমূহের সাথে কী সম্পর্কযুক্ত করেছেন?
নিচের কোনটি স্থির সাধারণ ধারার উদাহরণ নয়?
কালীন সারির চলক ও তার উপাদানগুলোর মধ্যে সম্পর্ক উপস্থাপন করা হয় কিসের সাহায্যে?
ব্যবসায় ও কৃষিক্ষেত্রে কালীন সারির কোন উপাদান উপস্থিত থাকে?
নিচের কোনটি দীর্ঘমেয়াদি বা যুগব্যাপী ধারা?
কোথায় কালীন রেখা ব্যবহৃত হয় না?
কোনটির প্রভাবে কালীন সারিতে ঋতুগত পরিবর্তন ঘটে?
শীতকালে মাছ, শাকসবজির দাম কম কিন্তু গ্রীষ্মকালে বেশি কথাটি কালীন সারির কোন উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য?