দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত?
ক্রিকেট খেলায় একজন বোলার এক ওভারে ৬ উইকেট পাওয়ার ঘটনা-
পরীক্ষণের ক্ষুদ্রতম একককে কী বলে?
দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে দুটি লেজ পাওয়ার সম্ভাবনা কত?
0 < P(A) < 1 হলে এ ঘটনাটি কোন ধরনের ঘটনা হবে?
দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে বিপরীত পিঠ পড়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
P(A ∪ B) = P(A) + P(B) সূত্রটির ক্ষেত্রে A ও B ঘটনাদ্বয়-
2টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে প্রাপ্ত নমুনা বিন্দুর সংখ্যা কতটি?
কোনো দৈব পরীক্ষণে প্রাপ্ত সকল ফলাফলের সেটকে একত্রে কী বলে?
একটি ঝুড়িতে 3টি লাল, 4টি কালো ও 5টি সাদা মোজা আছে। মি. মিজান ঝুড়ি হতে 2টি মোজা দৈবভাবে নিলেন। মোজা 2টি লাল রঙের পাওয়ার সম্ভাবনা কত?
দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
সম্ভাবনার যোগসূত্র কয়টি?
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় প্রাপ্ত জোড় সংখ্যার এবং বিজোড় সংখ্যার ঘটনাদ্বয় হবে-i. অবর্জনশীলii. বর্জনশীলiii. পরিপূরকনিচের কোনটি সঠিক?
দুটি ঘটনা A ও B স্বাধীন হলে-i. (A∩B) Øii. P(A). P(B) = P(A∩B)iii. P(A∩B) + P(A). P(B)নিচের কোনটি সঠিক?
কতগুলি নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজের পুনরাবৃত্তিকে কী বলে?
একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ওপরের পিঠে মাথা বা লেজ আসবে এটি কী ধরনের ঘটনা?
কোনো তথ্যসারির গড় ব্যবধানের বর্গসমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?
ভেদাঙ্ক সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে?
5, 5, 5 এর ভেদাঙ্ক কত?
7 ও 1 সংখ্যা দুইটির ভেদাঙ্ক নিচের কোনটি?