মানব সভ্যতার শুরু থেকে একমালিকানা ব্যবসায় গড়ে ওঠার কারণ হলো-
i. সহজ গঠনপ্রণালি
ii. স্বল্প মূলধনের প্রয়োজন হয়
iii. সহজে বিলোপসাধন করা যায় না
নিচের কোনটি সঠিক?
একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ-
i. গঠনে সহজতা
ii. অসীম দায়
iii. অল্প পুঁজি
একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. মালিকই পুঁজি সরবরাহ করেন এবং ঝুঁকি বহন করেন
ii. মালিক বা স্বত্বাধিকারী একের অধিক হতে পারে না
iii. মালিক নিজেই ব্যবসায়ের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকেন
একমালিকানা ব্যবসায়ের আয়তন সীমিত হওয়ার কারণ-
i. স্বল্প মূলধন
ii. সীমিত জায়গা
iii. একজন মালিক
i. ব্যবসায়ের পৃথক সত্তা
ii. প্রত্যক্ষ তত্ত্বাবধান
iii. মালিকের স্বাধীনতা
একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ-
i. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল
ii. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল
iii. যেকোনো মুহূর্তে বিলোপ ঘটতে পারে
একমালিকানা ব্যবসায়ের সাফল্য নিশ্চিত করা সম্ভব-
i. প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা যায়
ii. পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায়ের নীতি ও পদ্ধতির পরিবর্তন করা যায়
iii. মালিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানের কারণে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়
যে সকল ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায় অলাভজনক-
i. মুদির দোকান
ii. সেলুনের দোকান
iii. চায়ের দোকান
ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
i. ইতিবাচক ও অর্থনৈতিক কাজ
ii. শিক্ষা ও অভিজ্ঞতানির্ভর
iii. ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
একমালিকানা ব্যবসায়ের উপযোগী ক্ষেত্র হলো-
i. ছোট হোটেল
ii. লন্ড্রী
iii. সেলুন
একমালিকানা ব্যবসায় ছোট আয়তনে হওয়ার কারণ হলো-
i. স্বল্প পুঁজি
iii. দক্ষতার সীমাবদ্ধতা
বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায়ের টিকে থাকার কারণ হলো-
i. অবস্থানগত সুবিধা
ii. স্বল্প পুঁজির ব্যবসায়
iii. পরিচালনাগত সুবিধা
একমালিকানা ব্যবসায়ের সফলতার কারণ হলো-
i. সিদ্ধান্ত দ্রুত গ্রহণ ও কার্যকর করা যায়
ii. এক্ষেত্রে মালিকের উৎসাহ অনেক বেশি থাকে
iii. মালিক প্রয়োজনে সহজে মূলধন সংস্থান করতে পারে
একমালিকানা ব্যবসায়ে ব্যর্থতার তুলনায় সাফল্যের সম্ভাবনা খুব বেশি। এ প্রেক্ষিতে অধিকতর গ্রহণযোগ্য যুক্তি হলো-
i. আত্মকর্মসংস্থান ও ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শনের সুযোগ বেশি
ii. লাভ-লোকসান মালিকের বিধায় তিনি ব্যবস্থাপনা ও পরিচালনায় যত্নবান হন
iii. গোপনীয়তা রক্ষা ও অপচয় হ্রাস করা সম্ভব হয়
একমালিকানা ব্যবসায়ের বিলোপ ঘটে যখন-
i. মালিকের মৃত্যু হয়
ii. প্রতিষ্ঠানে লোকসান হয়
iii. মালিক বিলোপসাধনের ইচ্ছা পোষণ করে
বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা সংগঠন টিকে থাকার কারণ হলো-
i. স্বল্প পুঁজি ও গোপনীয়তা রক্ষা
ii. সহজ গঠন ও কম ঝুঁকি
iii. নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ