কোন জাবেদা দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়?
বিপরীত দাখিলা কখন দেওয়া হয় ?
খাতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে?
মুনাফা জাতীয় আয় কোনটি?
হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক?
১ জানুয়ারি তারিখে মি. আরিফের মোট সম্পদ কত টাকা ?
মি. আরিফের প্রারম্ভিক মূলধন কত টাকা?
স্বাধীন ট্রেডার্সের বছরান্তে চলতি দায়ের পরিমাণ কত?
২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ কত?
ব্রান্ড ও লেভেল কোন ধরনের সম্পত্তি?
গরমিল হিসাব হলো—
কোনটি মূলধনজাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত?
মি. অনুপ ব্যবসায়ে ব্যবহারের জন্য ৮,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে নিম্নরূপ জাবেদা দাখিলা প্রদান করা হলো—
আসবাবপত্র হিসাব ডেবিট ৮,০০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা ।
এক্ষেত্রে হিসাববিজ্ঞানের কোন কোন নীতিমালার সংশ্লিষ্টতা রয়েছে?
i. মিলকরণ ধারণা
ii. দ্বৈতসত্তা ধারণা
iii. ক্রয়মূল্য ধারণা
নিচের কোনটি সঠিক?
International Accounting Standard গঠিত হয় কত সালে?
মেশিনটির মোট মূল্যের পরিমাণ কত?
সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে—
ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন ?
ব্যাংক বিবরণীতে ডেবিট হবে—
i. ধার্যকৃত সুদ
ii. ধার্যকৃত চার্জ
iii. মঞ্জুরিকৃত সুদ
হিসাব চক্রের শ্রেণিবিন্যাসকরণ ধাপ কোনটি?
কোন ধরনের হিসাবের জন্য সমাপনী দাখিলা প্রস্তুত করতে হয়?