সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে—
উপরিউক্ত তথ্যের আলোকে নিট ক্রয়মূল্য কত?
কোন ধরনের শেয়ারহোল্ডারগণ কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে?
শীলা ও নীলা কারবারের মুনাফা ২:১ অনুপাতে বণ্টন করে থাকে। তাদের মূলধনের সমাপনী জের যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। বছর শেষে নিট লাভ ৪৫,০০০ টাকা। শীলা ও নীলার প্রারম্ভিক মূলধন কত টাকা?
নতুন অনাদায়ি দেনা সঞ্চিতির পরিমাণ-
বিক্রীত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত নয়-
i. মেশিনের বহন খরচ
ii. অফিস খরচ
iii. মজুরি খরচ
নিচের কোনটি সঠিক?