নিচের কোনটি চলতি সম্পদ?
পাবলিক লিঃ কোম্পানির শেয়ার বিক্রি করে অবলেখক কী পান?
X, Y ও Z তিন জন অংশীদার। কারবারের নিট মুনাফা ৬০,০০০ টাকা। মুনাফা ১২, ১৩ ও ১৬ অংশ মোতাবেক বণ্টন করে। তাহলে Z কত টাকা পাবে?
অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের-
i. দক্ষতা
ii. স্বচ্ছলতা
iii. মুনাফা অর্জন ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
শ্রমিক কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি?
অংশীদারদের লাভ-লোকসান বণ্টন অনুপাত কত হবে?
জামালের মূলধনের সুদ কত?
অবলোপনযোগ্য খরচ হলো-
i. বিলম্বিত বিজ্ঞাপন
ii. প্রাথমিক খরচাবলি
iii. সাধারণ খরচাবলি
চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার কত হবে?
কোন ধরনের শেয়ারের মালিকগণ সর্বপ্রথম লভ্যাংশ পায়?
অসমন্বিত ব্যয় হলো-
i. বকেয়া খরচ
ii. শেয়ার বাট্টা
iii. বিলম্বিত বিজ্ঞাপন
অগ্নিপরীক্ষা অনুপাতের আদর্শ মান কত?
স্বাভাবিক মজুরির মোট পরিমাণ কত?
ওভারটাইম মজুরির পরিমাণ কত?
তুষার এন্ড কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধন হলো প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৭০% এবং বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত এর ৮০%। তুষার এন্ড কোম্পানির বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর শতকরা কত হারে সুদ পাবে?
অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
স্থিতিশীল মূলধন পদ্ধতিতে সাধারণত প্রস্তুত করা হয়-
i. লাভ-লোকসান আবণ্টন হিসাব
ii. অংশীদারদের মূলধন হিসাব
iii. অংশীদারদের চলতি হিসাব
বছর শেষে মালিকানাস্বত্বের পরিমাণ কত?
বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ কত?