মুবিন ট্রেডার্সের ক্রয় ১,০০,০০০ টাকা, বহিঃপরিবহন ৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা এবং সমাপনী মজুদপণ্য ৪৫,০০০ টাকা। মুবিন ট্রেডার্সের বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
কোন নীতি অনুসারে হিসাববিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছর একই পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করা হয়?
মি: রহমান একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তিনি ব্যবসা থেকে প্রতি মাসের শেষে ৩,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। উত্তোলনের উপর সুদের হার ৫% হলে বার্ষিক সুদের পরিমাণ কত?
বিশদ আয় বিবরণী প্রস্তুত করে কিসের পরিমাণ নির্ণয় করা হয়?
মূলধনের বকেয়া সুদ প্রতিষ্ঠানের জন্য কী?
বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কী প্রভাব পড়ে?
i. নগদ উদ্বৃত্ত বৃদ্ধি পায়
ii. মোট শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়
iii. মোট মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
বছর শেষে সামিয়া এন্টারপ্রাইজের মালিকানাস্বত্বের পরিমাণ কত?
বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ কত?
অনুপার্জিত আয় একটি-
সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?
যদি সমাপনী মজুদ পণ্যের মূল্য ২৫০০ টাকা বেশি হয় তবে আর্থিক বিবরণীতে-
i. চলতি সম্পদ বৃদ্ধি পাবে
ii. মুনাফা বৃদ্ধি পাবে
iii. মূলধন বৃদ্ধি পাবে
মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় প্রতিষ্ঠানের-
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে ১ জুলাই তারিখে ১০ টাকা দরে ১০০ কেজি দ্রব্য মজুদ ছিল। ১৫ জুলাই তারিখে ৫০ কেজি দ্রব্য ইস্যু করা হয় এবং ২০ জুলাই তারিখে ১৫ টাকা দরে ১৫০ কেজি দ্রব্য ক্রয় করা হয়। ২০ জুলাই তারিখে FIFO পদ্ধতিতে গুদামে রক্ষিত দ্রব্যের মূল্য কত?
অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে-
মাল খতিয়ানের উপরের ডান পার্শ্বে থাকে-
i. মালের সর্বোচ্চ মাত্রা
ii. মালের সর্বনিম্ন মাত্রা
iii. পুনঃফরমায়েশ মাত্রা
প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায়-
কোনটি মুখ্য ব্যয়ের উপাদান?
মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?