নিউমোনিয়া রোগ প্রতিরোধ করতে হলে-
i. ধূমপান পরিহার করা
ii. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করা
iii. ঠাণ্ডা খাবার গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা
ii. বুকে, পিঠে ব্যথা হয়
iii. তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো
যক্ষ্মা হলে-i. রোগীর ওজন কমতে থাকেii. তিন সপ্তাহের বেশি কাশি থাকেiii. শক্ত খাবার খেতে পারে না
Tuberculosis-এর প্রতিকার-
i. রোগীর ব্যবহারের সবকিছু একত্রে রাখাii. রোগীর কফ মাটিতে পুঁতে ফেলাiii. ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা
ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
i. এ্যাসবেস্টাসii. কঠিন ধাতুর গুঁড়াiii. আর্সেনিক
শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন CO2 এর কিছু অংশ নিম্নোক্ত কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
শ্বসনতন্ত্রের প্রথম অংশ?
কোন অঙ্গের দুইধারে স্বররজ্জু বা ভোকাল কর্ড নামে দুটি পেশি থাকে?
প্লুরার দুই ভাজের মধ্য থেকে কী নির্গত হয়?
সামান্য পরিমাণ O2 রক্তের কোন উপাদানের সাথে দ্রবীভূত হয়ে প্রবাহিত হয়?
শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
শ্বসনে উৎপন্ন CO2 কোষাবরণ ভেদ করে কোথায় প্রবেশ করে?
শিশুদের ক্ষেত্রে কোনটি থেকে হাঁপানি হয় ?
বায়ুথলিতে ঠিকমতো O2 সরবরাহ হয় না কোন রোগ হলে?
কাশির সময় প্রচণ্ড বুকে ব্যথা কোন রোগের লক্ষণ?
শিশু ও বয়স্কদের জন্য কোনটি মারাত্মক রোগ?
রোগীর ব্যবহার্য সবকিছু পৃথক রাখা উচিত কোন রোগ হলে?
যক্ষ্মা বা নিউমোনিয়া রোগে সৃষ্ট ফুসফুসের ক্ষত থেকে কোন রোগ সৃষ্টি হয়?
স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয়-i. পিঞ্জরাস্থির মাংসপেশিii. বক্ষগহ্বরiii. মধ্যচ্ছদা
যক্ষ্মা রোগের লক্ষণ-i. বুশ খুশে কাশিii. দেহের ওজন কমাiii. বুকে বা পিঠে ব্যথা হওয়া