শ্বাসনালিতে বিদ্যমান বৈশিষ্ট্য হলো- i. অন্তর্গাতে ঝিল্লি দ্বারা আবৃতii. প্রাচীর নরম ও কোমলiii. অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি গঠিত
নিচের কোনটি সঠিক?
ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত -
i. অক্সিহিমোগ্লোবিনরূপে
ii. রক্তরসে দ্রবীভূত হয়
iii. রক্তরসে দ্রবীভূত হয় না
আলভিওলাস হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলিii. ফুসফুসে বিদ্যমান থাকেiii. পাতলা আবরণী ও কৈশিক নালিকা পরিবেষ্টিত
শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গ-
i. ট্রাকিয়া
ii. বৃক্ক
iii. ব্রঙ্কাস
মধ্যচ্ছদা সঙ্কুচিত হলে-
i. এটি উপরের দিকে উঠে
ii. এটি নিচের দিকে নামে
iii. বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়
মধ্যচ্ছদা-i. বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করেii. বক্ষগহ্বরের চতুর্দিকে আবরণ তৈরি করেiii. শ্বসনে সাহায্য করে
শ্বাসক্রিয়ার বৈশিষ্ট্য-
i. মূলত এটা বহিঃশ্বসনii. প্রায়বিক উত্তেজনা দ্বারা শ্বাসকার্য পরিচালিত হয়iii. এগুলো সবসময় বাতাসে পূর্ণ থাকে
ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত O2 পরিবাহিত হয় ?i. অক্সিহিমোগ্লোবিনরূপেii. বাইকার্বনেটরূপেiii. রক্তরসে দ্রবীভূত হয়ে
অক্সিহিমোগ্লোবিনের উপাদান-i. হিমোগ্লোবিনii. অক্সিজেনiii. হাইড্রোজেন
অ্যাজমার ক্ষেত্রে প্রযোজ্য—
i. বুকের ভিতর আওয়াজ হয়ii. গলার শিরা ফুলে যায়iii. জ্বর থাকে
অ্যাজমা হলে-i. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় ii. রোগীর ওজন কমতে থাকেiii.. শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়
ব্রঙ্কাইটিসের কারণে রোগীরi. ঠোঁট নীল হয়ে যায়ii. বুকে ব্যথা অনুভব হয়iii. তীব্র শ্বাসকষ্ট হয়
ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ-
i. কফ নিঃসরণ
ii. বুকে ব্যথা
iii. ঘাম নির্গত