ডাক্তার নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?
শিরার প্রাচীর কয়স্তর বিশিষ্ট?
রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে সৃষ্ট চাপকে কী বলে?
সুস্থ মানুষের হৃৎস্পন্দনের মান-
আদর্শ রক্তচাপ কত?
কোন রোগটিকে নিরব ঘাতক বলা হয়?
রক্তচাপ মাপক যন্ত্রের নাম কী?
মাথা ঘোরা ও বুক ধড়ফড় করা কোন রোগের লক্ষণ?
কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়?
দেহে ট্রাইগ্লিসারাইড এর আদর্শ মান কত মিলিমোল/লিটার?
ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায় ?
স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোনটি প্রয়োজন?
পিত্তের অন্যতম উপাদান কোনটি?
কোলেস্টেরল কিসের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়?
কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন?
কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়?
মানুষের রক্তে LDL এর পরিমাণ কত?
অধিকমাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে?
কোন খাদ্যটিতে অধিক কোলেস্টেরল উপস্থিত?
মহিলাদের 'HDL' কোলেস্টেরোলের মান কত মিলিমোল/লিটার?