ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ কোন ভালভ দ্বারা সুরক্ষিত থাকে?
হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
হৃৎপিন্ডের একবার সংকোচন ও প্রসারণকে একত্রে কী বলে?
কোনটির ভিতর দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে?
ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে কোথায় পৌঁছে দেয়?
উর্ধ্ব মহাশিরায় CO2 যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে?
অক্সিজেনসমৃদ্ধ রক্ত হূৎপিন্ডের কোনটি অতিক্রম করে?
পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় প্রবেশ করে?
অক্সিজেনবিহীন রক্ত হূৎপিন্ড থেকে কিসের মাধ্যমে ফুসফুসে প্রবাহিত হয় ?
নিলয়ন্বয় সংকুচিত হলে বাম নিলয় থেকে রঙ কোথায় যায়?
নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে?
বাম নিলয় থেকে O, সমৃদ্ধ রক্ত কোন ধমনির মাধ্যমে সারা যায়?
CO2 সমৃদ্ধ রক্ত কোথায় পরিশোধিত হয়?
একদিকে রক্তের গতি নিয়ন্ত্রণ করে কোনটি?
গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্ত বাহিকা কত প্রকার?
কোন ধমনিটি ব্যতিক্রম?
ধমনির প্রাচীর কয় স্তরবিশিষ্ট?
টিউনিকা মিডিয়া কী দিয়ে তৈরি?
টিউনিকা মিডিয়া কী দ্বারা তৈরি?
নিচের কোন রক্তনালির মাধ্যমে রক্ত তরঙ্গের মত প্রবাহিত হয় ?