লক্ষ্যার্থকে বলা হয়ে থাকে-
শব্দের অর্থ কখনো প্রসারিত বা সংকুচিত হয় ভাষার কোন প্রক্রিয়ায়?
আবার কখনো ভিন্ন অর্থ গ্রহণ করে কী?
শব্দের অর্থ পরিবর্তনের প্রক্রিয়াকে কত ভাগে ভাগ করা যায়?
একটি শব্দ পূর্বের চেয়ে আরও ব্যাপক অর্থ প্রকাশ করলে আমরা বুঝতে পারি-
‘অঞ্চল' শব্দটির মূল অর্থ কী?
‘আঁচল' শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
বর্তমানে ‘অঞ্চল' শব্দটি আর কী অর্থে ব্যবহৃত হয়?
‘বর্ষ’ শব্দের পূর্ববর্তী অর্থ কী?
‘বর্ষ' শব্দের প্রসারিত অর্থ কোনটি?
অর্থসংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের কী কমে যায়?
এক সময়ে ‘মৃগ' শব্দ দ্বারা বোঝানো হতো-
‘মৃগয়া’ শব্দের অর্থ কোনটি?
‘মৃগরাজ' শব্দের অর্থ হচ্ছে-
শব্দের অর্থসংকোচের ফলে বর্তমানে 'মৃগ' শব্দের অর্থ দাঁড়িয়েছে-
‘সাহস' শব্দের বর্তমান অর্থ হচ্ছে-
এক সময়ে ‘অন্ন' বলতে কী বোঝানো হতো?
‘অপরূপ' শব্দটি পূর্বে কী অর্থ নির্দেশ করত?
‘অপরূপ’ শব্দটি এখন কী অর্থ নির্দেশ করে?
‘সাহস' শব্দের পূর্বতন অর্থ কী ছিল?