বিকল্প যতিচিহ্নের প্রতীক নিচের কোনটি?
বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
“গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত- বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ”- এ বাক্যের শব্দগুলোর পরে এবং শেষে কোন যতিচিহ্ন বসবে?
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ- এ বাক্যে কী কী যতিচিহ্ন বসবে?
বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
"কমা"-এ কত সময় থামতে হয়?
কমার আরেক নাম কী?
পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ। পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতি চিহ্ন বসবে?
সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
অথবা, আধুনিক নিয়মে সম্বোধন পদের পরে সম্বোধন সূচক চিহ্নের স্থলে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর কোন চিহ্ন বসে?
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
বাংলাদেশ দল জয়লাভ করেছে বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।- এ বাক্যে কোন যতিচিহ্নের অভাব লক্ষণীয়?
ঐ লোকটি যিনি গতকাল এসেছিলেন তিনি আমার মামা।- এ বাক্যে কোন যতিচিহ্নের ব্যবহার হবে?
বাক্যে উদাহরণ উপস্থাপনের ক্ষেত্রে কোন যতিচিহ্ন বসে?
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝাতে কী চিহ্ন বসে?
উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ভাষার দুটি রূপ কথ্য ও লেখ্য।- এ বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগ অপরিহার্য?
কোন যতিচিহ্নে 'এক সেকেন্ড' থামতে হয়?