“সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।” 'সূর্যোদয়ে' পদটি কোন কারকে কোন বিভক্তি?
“কান্নায় শোক মন্দীভূত হয়।” “কান্নায়' কোন কারক?
“এ দেহে প্রাণ নেই।” “দেহে' কোন কারকে কোন বিভক্তি?
বিশাল স্থানের যেকোনো অংশে ক্রিয়া। সংঘটিত হলে তাকে কী বলে?
ঐকদেশিক আধারাধিকরণের উদাহরণ কোনটি?
‘পুকুরে মাছ আছে'— 'পুকুরে' কোন প্রকার অধিকরণ কারক?
“আকাশে চাঁদ উঠেছে” – “আকাশে কোন অধিকরণ?
সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
নৌকা ঘাটে বাঁধা। 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি?
তিলে তৈল আছে— বাক্যে 'তিলে' কোন্ কারকে কেন্ বিভক্তি?
'নদীতে পানি আছে’– 'নদীতে কোন কারক?
“রাজার দুয়ারে হাতি বাঁধা”- এ বাক্যে ‘দুয়ারে' শব্দটি কোন ধরনের অধিকরণ?
'সারারাত বৃষ্টি হয়েছে'- এখানে 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি?
বাড়ি থেকে নদী দেখা যায়। ‘বাড়ি থেকে’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
'সোনার খাঁচায় রাখব তোমায়'- 'সোনার খাঁচায়' কোন কারকে কোন বিভক্তি?
“খিলিপান দিয়ে ওষুধ খাবে।”- 'খিলিপান' দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে। বিরাজমান থাকে, তবে তাকে কোন আধারাধিকরণ বলে?
বাবা বাড়ি নেই— নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ। কোনটি?
“এক থালাতে খাব মোরা”- বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি?