'গরুতে দুধ দেয়’– ‘গরুতে' কোন্ কারকে কোন বিভক্তি?
যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কোন কারক বলে?
কর্ম কত প্রকার?
মুখ্য কর্ম ও গৌণ কর্ম উভয় কর্মই কোন কারক হিসেবে গণ্য হয়?
গৌণ কর্ম কারকে কোন বিভক্তি যুক্ত হয়?
'সে রোজ সকালে এক প্লেট ভাত খায়।' বাক্যের দাগ দেওয়া অংশটি কোন কারকে কোন বিভক্তি?
'শিক্ষককে জানাও।'- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি?
‘অসহায়কে সাহায্য করো।'- বাক্যটিতে কোন কারক বিদ্যমান?
‘অসহায়কে সাহায্য করো।'- এই বাক্যে কোন কারকে কোন বিভক্তি আছে?
কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি হয়?
কাব্যভাষায় কর্ম কারকে ‘-রে' বিভক্তি হয়; এরকম উদাহরণ হচ্ছে-
ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে?
‘ডাক্তার ডাক। - নিম্নরেখ শব্দটি কোন কারক?
নিচের কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে?
“আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।”- এখানে 'আমারে' কোন কারকে কোন বিভক্তি?
জিজ্ঞাসিব জনে জনে নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী ?
এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন- এখানে 'অধীনে' কোন কারক?
সমধাতুজ কর্মের প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলা হয়?