যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে বলে—
উষ্মবর্ণ কোনটি?
শ, ষ, স, হ— এ চারটি বর্ণের নাম কী?
অথবা, শ, ষ, স, হ— এ বর্ণগুলোকে বলা হয়—
অথবা, শ, ষ, স— এ তিনটি বর্ণকে বলে-
কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
অথবা, কোনগুলো উষ্মধ্বনি?
উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জনধ্বনিকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
‘স' এবং 'শ' কে আলাদাভাবে কোন ধ্বনি বলা হয়?
কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু'পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
‘হার' শব্দের ‘র’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
কোনটি কম্পনজাত ধ্বনি?
অথবা, ‘কম্পনজাত’ ধ্বনির উদাহরণ কোনটি?
নিচের কোন শব্দটিতে কম্পনজাত ধ্বনি আছে?
নিচের কোন শব্দটিতে 'ঞ'-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
বাংলা কোন কোন বর্ণের দ্যোতিতে ধ্বনির মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না?
বিসর্গ (ঃ) এর উচ্চারণ কেমন?
‘মূঢ়' শব্দের 'ঢ়' কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ঢ, ড়, ঢ়- এ তিনটির উচ্চারণস্থান কোনটি?
তাড়নজাত ধ্বনি কোনটি?
অথবা, নিচের কোন দুটি তাড়নজাত ধ্বনি?
'ড়' ও 'ঢ়' ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
বর্গীয় তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে বলে—