‘স’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্ত্যমূল?
ন, ল, স-এর উচ্চারণ স্থান হল-
কোনটি অগ্র দন্তমূলীয় বর্ণ?
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তাকে বলে-
উচ্চারণস্থান অনুসারে 'ট' বৰ্গীয় ধ্বনিসমূহের নাম কী?
অথবা, পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধার সৃষ্টি করে যেসব ব্যঞ্জন, সেগুলো বলে-
কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে উচ্চারিত হয় যেসব ব্যঞ্জনধ্বনি, সেগুলোকে কী বলে?
'জ'-এর উচ্চারণস্থান কোনটি?
'ঝ' ধ্বনির উচ্চারণস্থান কোনটি?
উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
চ, ছ, জ, ঝ, ঞ— এই পাঁচটি তালব্য ধ্বনির অন্যর নাম কী?
কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান অগ্রতালু?
জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী ?
ক খ গ ঘ ঙ-এর উচ্চারণ স্থান হলো-
কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান জিহ্বামূল ?
জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
হাতি শব্দের 'হ' কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
শ, ষ, স, হ— এই চারটি উষ্ম বা শিষধ্বনির মধ্যে ব্যতিক্রম কোনটি?